Advertisement
Advertisement
Dilip Ghosh

মোদির দমদমের সভাতেও মিলল না আমন্ত্রণ! শমীক জমানাতেও দিলীপ ‘ব্রাত্য’ই

কী বললেন দিলীপ?

Dilip Ghosh not invited at Modi's meeting at Dumdum
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 21, 2025 9:39 am
  • Updated:August 21, 2025 9:45 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদির দমদমের সভাতেও আমন্ত্রণ পেলেন না বঙ্গবিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে সাফ জানালেন, তাঁকে আমন্ত্রণ জানানোই হয়নি। ফলত তিনি যে যাবেন না, তা মোটের উপর নিশ্চিত। শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব পাওয়ার পর মনে করা হচ্ছিল যে, পুরনো জায়গা ফিরে পাবেন দিলীপ। কিন্তু দেখা যাচ্ছে, দিলীপ সেই ব্রাত্যই।

Advertisement

আগামিকাল অর্থাৎ ২২ আগস্ট বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেট্রোর উদ্বোধনের পর দমদমে সভা করবেন তিনি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে, এবার কি আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ?  বৃহস্পতিবার নিজেই বিষ,য়টা খোলসা করলেন দিলীপ। তিনি বলেন, “আমাকে আমন্ত্রণ করা হয়নি। তাই যেতেও পারি, নাও যেতে পারি। আমি কোথায় যাব আমি ঠিক করি, আমিই ঠিক করব।” তবে দলের নির্দেশ মেনে যে কাজ চালিয়ে যাবেন এদিন ফের তা স্পষ্ট করে দিয়েছেন দিলীপ। 

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বিজেপিতে প্রকট নব্য-পুরনো দ্বন্দ্ব। যার হাত ধরে বাংলায় বিজেপির উত্থান সেই দিলীপ ঘোষ কার্যত কোণঠাসা। গত কিছুদিনে মোদি, শাহ বঙ্গ সফরে এলেও সেখানে আমন্ত্রণ পাননি দিলীপ। যা নিয়ে বিতর্ক কম হয়নি। পরবর্তীতে শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ায় মনে করা হচ্ছিল ছবিটা পালটাবে। দলে ফের গুরুত্ব বাড়বে দিলীপের। কিন্তু কোথায় কী! মোদির দমদমের সভাতেও আমন্ত্রণ পেলেন না ‘দাবাং’ দিলীপ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ