Advertisement
Advertisement
Dilip Ghosh

‘রাজ্য নেতৃত্ব কিছু জানায়নি’, দুর্গাপুরে মোদির সভায় আমন্ত্রণ নিয়ে মুখ খুললেন ‘কর্মী’ দিলীপ

মোদির সভায় যাবেন দিলীপ?

Dilip Ghosh opens up over Modi's meeting at Durgapur

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 15, 2025 10:48 am
  • Updated:July 15, 2025 1:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর থেকেই দিলীপ ঘোষের (Dilip Ghosh) গুরুত্ব বেড়েছে দলে। দুর্গাপুরের মোদির সভায় আমন্ত্রণ পেয়েছেন তিনি। তবে যাবেন কি? এই নিয়ে চর্চা জারি। মঙ্গলবার প্রাতঃভ্রমণের ফাঁকে এনিয়ে মুখ খুললেন দিলীপ। দাবি করলেন, রাজ্য নেতৃত্ব অফিসিয়ালি তাঁকে কিছুই জানায়নি। তবে তিনি যাবেন, ‘কর্মী’ হিসেবে।

Advertisement

আগামী ১৮ জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা। দুর্গাপুরের সভায় দিলীপের থাকার আভাস আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য। সোমবার জানা যায় দিলীপের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র। তখনই জানা গিয়েছিল, ১৭ তারিখ রাতেই দুর্গাপুরে পৌঁছে যাবেন দিলীপ। কিন্তু মঙ্গলবার প্রাতঃভ্রমণের ফাঁকে দিলীপ ঘোষ দাবি করলেন তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। এদিন প্রাক্তন সাংসদ বলেন, “আমাকে রাজ্য নেতৃত্বের তরফে কিছু জানানো হয়নি।” এরপরই তিনি দাবি করেন, কর্মীরা তাঁকে চান। তাই মোদির সভায় কর্মীদের মাঝেই তিনি থাকবেন।

দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে রাজ্য সরকারের আমন্ত্রণে সস্ত্রীক পৌঁছে গিয়েছিলেন বঙ্গ বিজেপির এই দাপুটে নেতা। সৌজন্যতা রক্ষা করতে গিয়ে রাজ্য নেতৃত্বের অনেকের চক্ষুশূলও হয়েছিলেন তিনি। এরই মধ্যে একের পর এক সভা-সমিতিতে দিলীপের অনুপস্থিতিতে মনে করা হচ্ছিল বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে। মাঝখানে তাঁর তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও কানাঘুষো শোনা গিয়েছিল। যদিও শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর থেকে বিজেপিতে গুরুত্ব বাড়ছে দিলীপের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement