Advertisement
Advertisement
Nepal GenZ Protest

‘বহিরাগত শক্তির হাত রয়েছে’, নেপালের Gen Z বিপ্লব নিয়ে কী বলছেন দিলীপ?

গত বৃহস্পতিবার থেকে Gen Z বিপ্লবে উত্তাল নেপাল।

Dilip Ghosh opens up over Nepal Gen Z Protest
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 10, 2025 10:59 am
  • Updated:September 10, 2025 4:05 pm   

বিধান নস্কর, দমদম: Gen Z বিপ্লবে উত্তাল নেপাল (Nepal Gen Z Protest)। প্রবল চাপের মুখে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। নেপালের পরিস্থিতি চিন্তা বাড়িয়েছে ভারতেরও। বুধবার সকালে প্রাতঃভ্রমণে গিয়ে নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, “অন্তর্নিহিত সমস্যা তো রয়েছে। তবে বহিরাগত শক্তির হাতও রয়েছে।”

Advertisement

গত ৪ সেপ্টেম্বর নেপালে নিষিদ্ধ হয় ফেসবুক, ইউটিউব, এক্স-সহ প্রায় সব ধরনের সোশাল মিডিয়া। সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ, তারা নেপাল প্রশাসনের সঙ্গে সরকারিভাবে নথিবদ্ধ হয়নি। সাতদিনের ডেডলাইন দিলেও তা মানেনি ২৬টি সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের একটিও। তাই এই কড়া সিদ্ধান্ত নেয় কাঠমান্ডু সরকার। এমন সিদ্ধান্তেই বেজায় ক্ষেপেছে নেপালের ‘জেন জি’। সোমবার হাজার হাজার মানুষ কাঠমান্ডুর রাস্তায় নেমে প্রতিবাদ দেখান। রাতের মধ্যে তা হিংসাত্মক চেহারা নেয়। এরপর মঙ্গলবার আন্দোলনের ঝাঁজ আরও বাড়ে। এই পরিস্থিতিতে জনরোষের মুখে পড়ে ইস্তফা দিতে বাধ্য হন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। নেপালের পরিস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ভারত।

বুধবার সকালে প্রাতঃভ্রমণে গিয়ে এনিয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বললেন, ” গত ৫-৭ বছরে ভারতের বিভিন্ন পড়শি দেশে এরকম পরিস্থতি হয়েছে। এর পিছনে অন্তর্নিহিত শক্তির পাশাপাশি বহিরাগত শক্তিরও হাত রয়েছে। এর জেরে দেশগুলো আর্থিক ক্ষতির মুখে পড়ছে। আমাদের দেশেও প্রভাব পড়বে।” সীমান্ত পেরিয়ে নেপাল থেকে মানুষ ভারতে ঢুকবে সেই আশঙ্কা প্রকাশ করলেন তিনি। বললেন, “দ্রুত শান্তি ফিরুক।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ