Advertisement
Advertisement
Dilip Ghosh

শাহের সভায় ‘ব্রাত্য’ দিলীপ, জামাইষষ্ঠীর ফাঁকে তাৎপর্যপূর্ণ মন্তব্য স্ত্রী রিঙ্কুর

কী বললেন দিলীপপত্নী?

Dilip Ghosh's wife Rinku Majumder opens up over Shah's meeting
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 1, 2025 7:52 pm
  • Updated:June 1, 2025 7:52 pm  

রমেন দাস: শাহের সভায় নেই বঙ্গ বিজেপি ‘দাবাং’ নেতা দিলীপ ঘোষ। বরং এদিন তাঁকে দেখা গেল জামাইষষ্ঠীর অনুষ্ঠানে। স্বাভাবিকভাবেই তা নিয়ে চর্চা চলছে বিভিন্নমহলে। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন দিলীপজায়া রিঙ্কু মজুমদার। বললেন, “উনি তো কমিটিতে নেই। ডাক পাওয়ার আশা করবেন কেন?”

দিন কয়েক আগেই বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সেখানে ডাক পাননি দিলীপ ঘোষ। কয়েকদিনের ব্যবধানে কলকাতায় অমিত শাহের সভাতেও ব্রাত্য দিলীপ। অথচ বাংলায় বিজেপির উথ্থানের নেপথ্যে যে দিলীপই, তা বলাই বাহুল্য। স্বাভাবিকভাবেই এই নিয়ে চর্চা চলছে সর্বত্র। দিলীপ ঘোষ এ প্রসঙ্গে বলেছিলেন, “আগে যেতাম। তখন সভাপতি ছিলাম। উনি এলে স্বাগত জানাতাম। ওঁর সঙ্গে থাকতাম। এখন অন্যরা সেইসব দায়িত্ব সামলায়। আমি কার্যকর্তাদের সঙ্গেই থাকি আজকাল। বড় নেতারা আমাকে না ডাকলে আমি যাই না। বড় নেতাদের একটা মানসম্মান আছে। ওঁরা যাদের ডাকেন তাঁরা যান। আমি যাই না।”

জামাইষষ্ঠীর দুপুরে যখন শাহ নেতাজি ইন্ডোরে সভা করলেন, তখন দিলীপ ঘোষ ছিলেন মামাশ্বশুরবাড়িতে। ভুরিভোজ সেরে বেরনোর সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দিলীপজায়া রিঙ্কু। শাহের সভায় দিলীপের অনুপস্থিতি নিয়ে তিনি বললেন, “উনি তো এখন কমিটিতে নেই। কেন ডাক পাওয়ার আশা করবেন? এরপর কিছু বলার থাকলে যারা সাংগঠনিক পদে আছেন, তাঁরা বলবেন। আমার আর কিছু বলার নেই।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement