Advertisement
Advertisement
কলকাতার আবহাওয়া

কুয়াশার মুড়েছে কলকাতা, ফের উর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

সকাল-বিকেল বজায় থাকছে ঠান্ডা আমেজ।

Due to heavy fog temperature increases in Kolkata
Published by: Sandipta Bhanja
  • Posted:November 26, 2019 9:21 am
  • Updated:November 26, 2019 9:31 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সকাল থেকেই কলকাতা মুড়েছে কুয়াশায়। রাস্তাঘাট থোকে গঙ্গার ঘাট, কুয়াশার দাপট সর্বত্র। সকাল হতেই শিরশিরে ঠান্ডা আমেজ। তবে বেলা বাড়তেই তাপমাত্রার পারদ উর্দ্ধমুখী হচ্ছে। কুয়াশার জন্যই তাপমাত্রার পারদ চড়ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement

নভেম্বরের শেষ সপ্তাহ। অতঃপর শীতের জন্য অপেক্ষায় শহরবাসী তথা গোটা রাজ্য। গুটিগুটি পায়ে শীত কিন্তু রাজ্যের প্রবেশের পথ ধরে নিয়েছে। বেশ মনোরম আবহাওয়া। সকালে ঠান্ডা আমেজ। শিরশিরে হাওয়া যেন শীতের আগমনী বার্তা বয়ে আনছে। গায়ে একটু গরম জামা চাপালেই হল। তবে বেলা বাড়তেই খুলে ফেলতে হচ্ছে গরম পোশাক। কারণ, ঘন কুয়াশার জন্যই দিন কয়েক ধরে কলকাতায় যার তাপমাত্রার পারদ উর্দ্ধমুখী। মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি। এই সময়ে অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহে যে তাপমাত্রা থাকে, তার চেয়েও ২ ডিগ্রি বেশি রয়েছে বলে জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের চরফে।

তাহলে কি শীত এল? হাওয়া দপ্তরের রিপোর্ট বলছে, শীত এখনই পড়বে না৷ দিন কয়েক দেরি আছে৷ তবে শীতের আমেজটা থাকবে৷ সকাল, বিকেল যেরকম ঠান্ডা আমেজ রযেছে, তা আপাতত বজায় থাকবে। রাজ্যের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ক্রমশ নামছে৷ রাজ্যে ঢুকছে উত্তর-পশ্চিম ঠান্ডা হাওয়া৷ তারই জেরে তাপমাত্রা নামছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ আগামী কয়েক দিন কলকাতার তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাঘুরি করবে বলে জানা গিয়েছে৷ আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস৷

[আরও পড়ুন: নাইট ক্লাবে মাদক পাচারের মাধ্যম এসকর্ট সুন্দরী, গোয়েন্দাদের জেরায় স্বীকারোক্তি কারবারির ]

অন্যদিকে, ঘন কুয়াশার জেরে বন্ধ হয়ে গিয়েছে কাটোয়ার বল্লভপাড়া ফেরিঘাট। বন্ধ ফেরি পরিষেবা। যে জন্য রোজকার ফেরি-যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হয়েছে। এছাড়া, রাজ্যের উত্তরের জেলাগুলির তাপমাত্রার পারদও নামছে। শহর কলকাতা সন্নিহিত অঞ্চলেও একই অবস্থা। রাতে তাপমাত্রার অবনমন ঘটলেও রাজ্যবাসীকে পুরোদস্তুর শীতের জন্য যে আরও একটু অপেক্ষা করতে হবে, সে ইঙ্গিতও মিলেছে হাওয়া অফিসের রিপোর্টে।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ