Advertisement
Advertisement
Durga Puja 2025

‘আমার গলাটা ফুলেছে’, অসময়ের বৃষ্টিতে পুজোয় সুস্থ থাকার টিপস দিলেন মমতা

শনিবার থেকেই কলকাতার বিভিন্ন পুজোমণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

Durga Puja 2025: CM Mamata Banerjee gives health tips to be safe during puja
Published by: Sucheta Sengupta
  • Posted:September 20, 2025 5:07 pm
  • Updated:September 20, 2025 5:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারে এখন শরৎ। কিন্তু বৃষ্টির বিরাম নেই। কখনও নিম্নচাপ, কখনও আবার স্থানীয় মেঘে বৃষ্টি হয়েই চলেছে। তাপমাত্রার ওঠাপড়াও অব্যাহত। এই আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়া স্বাভাবিক। আর তার প্রভাব থেকে মুক্ত নন মুখ্যমন্ত্রীরও। শনিবার থেকে কলকাতার বিভিন্ন পুজোমণ্ডপের দ্বারোদ্ঘাটন হয়েছে তাঁর হাত ধরে। হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয়ের মণ্ডপ উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টালা প্রত্যয়ের মণ্ডপে দাঁড়িয়ে তিনি বললেন, ”আমার শরীরটা খারাপ, গলাটা একটু ফুলে গিয়েছে, ব্যথা। এই আবহাওয়ায় সকলেরই কমবেশি এমন শরীর খারাপ হচ্ছে। এখন খুব ইনফ্লুয়েঞ্জা হচ্ছে। খুব সাবধানে থাকুন সকলে। সামনে পুজো। অনেক মণ্ডপ উদ্বোধন আছে।”

Advertisement

আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, পুজোর চার-পাঁচটি দিনই বৃষ্টি হবে। তারপর বৃষ্টি আরও বাড়বে। পুজোর আনন্দ মাটি করতে যেন এমন খামখেয়ালিপনা আবহাওয়ার! তা নিয়েই শনিবার সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ”বর্ষা এবার অনেক আগে এসেছে। আর যাওয়ারই নাম করছে না। এই বৃষ্টি, বাজ পড়া – এসবের কারণে পুজো উদ্যোক্তারা খুব চিন্তিত। তবে তাঁদের কৃতিত্ব যে এত দুর্যোগের মধ্যেও দ্রুত মণ্ডপের কাজ শেষ করছেন। কারণ, এখন তো ষষ্ঠীর মধ্যে পুরস্কার ঘোষণা হয়ে যায়। তাই তাঁদের কাজ শেষ করতেই হবে।” বৃষ্টিতে এমনিতেই জলমগ্ন বহু এলাকা। তারউপর ডিভিসির জল ছাড়া নিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী।

আমজনতার উদ্দেশে মমতা বললেন, ”যখনতখন বৃষ্টি হচ্ছে এখন। আপনারা সকলে ছাতা সঙ্গে নিয়ে বেরবেন। এই বৃষ্টিতে ভিজলে কিন্তু শরীর খারাপ হবে, পুজোয় আনন্দ করতে পারবেন না। আমরা প্রার্থনা করি, পুজোর কটা দিন সকলে যেন ভালোভাবে কাটাতে পারে। মা যেন পুজোর দুদিন আগে থেকে আবহাওয়া ভালো করে দেন, সবাই যেন কাজ শেষ করতে পারেন।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ