Advertisement
Advertisement
CM Mamata Banerjee

পুজোয় পরিযায়ী শ্রমিকদের পাশে ‘দিদি’, উদ্যোক্তাদের বললেন, ‘ওঁদেরও নতুন জামাকাপড় দেবেন’

ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের উপর লাগাতার হেনস্তার অভিযোগ উঠেছে।

Durga Puja 2025: CM Mamata Banerjee requests puja committees to provide new clothes to the migrant labourers
Published by: Sucheta Sengupta
  • Posted:July 31, 2025 7:48 pm
  • Updated:July 31, 2025 8:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিনরাজ্যে বাঙালি ও বাংলা ভাষাভাষী শ্রমিকদর উপর হেনস্তার অভিযোগে তোলপাড় বাংলা। এর প্রতিবাদে বড়সড় কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হয়েছে ‘ভাষা আন্দোলন’। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘অত্যাচারিত’ শ্রমিকরা যদিও ফিরতে চান, তাহলে রাজ্য সরকার নিজের খরচে তাঁদের নিয়ে আসবে। এবার দুর্গাপুজোর প্রাক্কালেও তাঁদের পাশে দাঁড়ালেন ‘দিদি’। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্যোক্তাদের প্রতি আর্জি জানালেন, ”ওঁদেরও (পরিযায়ী শ্রমিক) পুজোয় নতুন জামাকাপড় দেবেন।”

Advertisement

বাঙালি ‘নির্যাতন’ নিয়ে এই মুহূর্তে বেশ সরগরম রাজনীতি। দিল্লি পুলিশের অত্যাচারের ‘শিকার’ বাংলার একাধিক জেলার পরিয়ায়ী শ্রমিক। রাজ্য সরকার ও শাসকদলের উদ্যোগে তাঁদের অনেকেই ফিরে আসছেন। ফিরে আসা পরিযায়ী শ্রমিক পরিবারগুলির দায়িত্ব নেওয়ার আশ্বাসও দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, তাঁদের জন্য জব কার্ড দেওয়া হবে। কর্মশ্রী প্রকল্পের কাজ, স্বাস্থ্যসাথী কার্ড – সবই দেওয়া হবে। বুধবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও জানিয়েছেন, “ফিরে আসা সবার পেটে ভাত, সবার হাতে কাজ, সবার মাথায় ছাদ নিশ্চিত করার চেষ্টা করছি।”

এত প্রতিকূলতার পর দেবী দুর্গার কাছে নিশ্চিতভাবেই দুর্দশা দূরীকরণের জন্য প্রার্থনা করবেন তাঁরা। শুধু প্রার্থনাতেই পুজো শেষ নয়, বরং উৎসবের আনন্দে সেসব শ্রমিক পরিবারগুলিকে শামিল করে নেওয়ার ভাবনা ভেবেছেন মুখ্যমন্ত্রী। সুদিন ফেরানোর পাশাপাশি তাঁরা যাতে বাকিদের মতো নতুন জামাকাপড়েও সেজে উঠতে পারেন, সেদিকে নজর রেখে পুজো উদ্যোক্তাদের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা, ”ওঁদেরও পারলে পুজোয় নতুন জামাকাপড় দিন।” এভাবেই যে কোনও পরিস্থিতিতে সদাসর্বদা বঙ্গবাসীর পাশে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হন বাংলার ‘দিদি’।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ