Advertisement
Advertisement
Durga Puja 2025

পুজোতেও ছুটি নেই! সকাল-সন্ধ্যা প্যান্ডেলে ডিউটিতে চারপেয়ে পলি-মলিরা

কীভাবে কাজ করছে ওরা?

Durga Puja 2025: Dog squad visiting Kolkata puja pandal
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 28, 2025 7:22 pm
  • Updated:September 28, 2025 7:52 pm   

অর্ণব আইচ: আজ ষষ্ঠী। সর্বত্র উৎসবের আমেজ। প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়ে ঠাসাঠাসি অবস্থা। কিন্তু ছুটি নেই কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের চারপেয়েদের। সকাল থেকে সন্ধ্যা, শহরের বড় পুজোগুলিতে ডিউটিতে পলি-মলিরা। উদ্দেশ্য নিরাপত্তা নিশ্চিত করা।

Advertisement

যে কোনও অপ্রীতিকর ঘটনার শিকড়ে পৌঁছতে কলকাতা পুলিশের একটা গুরুত্বপূর্ণ অস্ত্র ডগ স্কোয়াড। পুজোতেও ছুটি নেই সেই চারপেয়েদের। এবারের ডিউটিতে মোট ৮ জন। তাদের মধ্যে রয়েছে ল্যাব, জার্মান শেপার্ডের মতো কুকুর। জানা গিয়েছে, তৃতীয়া ও চতুর্থীর সকাল থেকেই কাজে বেরচ্ছে ওরা। ৪ জন করে দুটি ভাগে নিয়ে যাওয়া হচ্ছে উত্তর ও দক্ষিণের বড় পুজো মণ্ডপগুলিতে।

কী কাজ করছে ওরা? পুলিশ সূত্রে খবর, মূলত বড় পুজো প্যান্ডেলগুলিতে নিয়ে যাওয়া হচ্ছে ওদের। কোন প্য়ান্ডেলে নিয়ে যাওয়া হবে তা ঠিক করছেন বম্ব স্কোয়াড ও গোয়েন্দা দপ্তরের কর্তারা। প্রথমেই প্যান্ডেলের আশপাশের এলাকা ঘুরে দেখছে পলি-মলিরা। এরপর যেখানে লাইন করা হচ্ছে, সেই জায়গায় ঘোরানো হচ্ছে চারপেয়েদের। যে গর্তে বাঁশ পোঁতা হয়েছে, সেগুলিও দেখছে। সব দেখে সবুজ সংকেত দিলেই নিয়ে যাওয়া হচ্ছে পরবর্তী মণ্ডপে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ