Advertisement
Advertisement
Abasone Abahon

আবাসনের পুজোয় সেরার স্বীকৃতি কোন পুজোগুলির দখলে?

চুলচেরা বিশ্লেষণে বেছে নেওয়া হল সেরা ১০টি আবাসনের পুজোকে। 

Durga Puja 2025: Here are proud winners of skipper pipes presents Abasone Abahon
Published by: Sayani Sen
  • Posted:September 29, 2025 8:24 am
  • Updated:September 29, 2025 8:24 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। মহাসপ্তমীর সকালে Skipper Pipes নিবেদিত Sangbad Pratidin ‘আবাসনে আবাহন ২০২৫’ ফলাফল ঘোষণা। হেলদি পার্টনার Healthy & Tasty Foods। জুয়েলারি পার্টনার Senco Gold & Diamonds। ফুড পার্টনার Lalbaba Rice। ভেহিকল পার্টনার Tata Motors Cars। আউটডোর সহযোগী Advise Advertising। রেডিও পার্টনার Red FM। আপ্যায়ক Polo Floatel Calcutta।

Advertisement

বারোয়ারি পুজোর পাশাপাশি মাতৃ আরাধনায় জোর দিয়েছে আবাসনগুলোও। নানা বিষয়ে একে অন্যকে টেক্কা দিতে চেষ্টার কসুর করেননি উদ্যোক্তারা। সেগুলির মধ্যে থেকেই চুলচেরা বিশ্লেষণে বেছে নেওয়া হল সেরা ১০টি আবাসনের পুজোকে। 

বারোয়ারি পুজোয় যেমন থিম ভাবনায় একে অন্যকে টেক্কা দেওয়ার পালা চলে, তেমনই প্রতিযোগিতা আবাসনের পুজোগুলিতেও। তবে এই পুজোর ফ্লেভার আলাদা। তাই প্রতিযোগিতার ধরনটাও বেশ অন্যরকম। কোথাও কেউ চমকে দিয়েছেন ভোগ রান্না করে। কোথাও আবার প্রতিমাতেই বাজিমাত।

কোনও কোনও আবাসনের পুজো যেভাবে ঘরোয়া পরিবেশ তৈরি করেছে, বেঁধে রেখেছে আপাত অচেনা মানুষগুলিকে তা অন্য মাত্রা দিয়েছে দুর্গাপুজোকে। সামগ্রিক দিক থেকে এই খুঁটিনাটি বিচারেই বেরিয়েছিলেন বিচারকরা।

একনজরে দেখে নেওয়া যাক ‘Skipper Pipes’ নিবেদিত ‘আবাসনে আবাহন ২০২৫’-এর ফলাফল:

নবপল্লি অধিবাসীবৃন্দ

সিলভার ওক এস্টেট রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

পিএস পানাশ

মেঘমণি কমপ্লেক্স

অভিদীপ্তা ১ এইচআইজি পূজা কমিটি


সুগম পার্ক


গল্ফগ্রিন শারদোৎসব কমিটি ফেস -১, ৫, ৬


ডায়মন্ড সিটি সাউথ


ডায়মন্ড পার্ক হাউসিং

রজত অভান্তে

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ