Advertisement
Advertisement
Durga Puja 2025

প্রকাশিত এবছরের বিশ্ব বাংলা শারদ সম্মান, কোন বিভাগে কারা পেলেন সেরার পুরস্কার?

একনজরে দেখে নিন তালিকা।

Durga Puja 2025: here is the list of pujas honoured by Biswa Bangla Sharad Samman 2025
Published by: Sucheta Sengupta
  • Posted:September 27, 2025 6:53 pm
  • Updated:September 27, 2025 7:26 pm   

নব্যেন্দু হাজরা: দুর্গাপুজো শুরুর সঙ্গে সঙ্গে পুরস্কার প্রাপ্তি! শনিবার, পঞ্চমীর সন্ধ্যায় প্রকাশিত হল বিশ্ব বাংলা শারদ সম্মান – ২০২৫। এবছর সেরার সেরা পুজো, সেরা সাবেকি পুজো, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা ভাবনা, সেরা পরিবেশবান্ধব-সহ মোট ৭ বিভাগে পুরস্কার ঘোষণা করেছে রাজ্য সরকার। এছাড়া বিশেষ পুরস্কার প্রাপক হিসেবে রয়েছে ২৬টি পুজো। কলকাতার বেশিরভাগ ছোট, বড় পুজো কমিটিই কোনও না কোনও বিভাগে পেয়েছেন বিশ্ব বাংলা শারদ সম্মান। এই বিভাগের সম্মানিত হয়েছে সবচেয়ে বেশি পুজো, ২৬টি। সেরা অ্যালবাম দুর্গাঙ্গন। স্বভাবতই এই সম্মানপ্রাপ্তি পুজোর আনন্দ দ্বিগুণ করে তুলেছে। একনজরে দেখে নিন কাদের ঝুলিতে এল বিশ্ব বাংলা শারদ সম্মান – ২০২৫। 

Advertisement

সেরার সেরা পুজো (২৪)

বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন
সুরুচি সংঘ বিশ্বজনীন দুর্গোৎসব কমিটি
চেতলা অগ্রণী ক্লাব
কালীঘাট মিলন সংঘ
টালা প্রত্যয়
শ্রীভূমি স্পোর্টিং
বডিগার্ড লাইনস আবাসিক দুর্গাপূজা কমিটি
এ.কে ব্লক অ্যাসোসিয়েশন, বিধাননগর
ত্রিধারা অকালবোধন
আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি
বেহালা নূতন দল
দমদম তরুণ দল
৪১ পল্লী ক্লাব, হরিদেবপুর
বড়িশা ক্লাব
বাদামতলা আষাঢ় সংঘ
চক্রবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব
২৫ পল্লী ক্লাব, খিদিরপুর
গড়িয়াহাট হিন্দুস্থান পার্ক
কাশী বোস লেন সর্বজনীন
আলিপুর সর্বজনীন
হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি
অর্জুনপুর আমরা সবাই ক্লাব
হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
এস.বি পার্ক সর্বজনীন

সেরা সাবেকি পুজো (১২)

বাগবাজার সর্বজনীন
একডালিয়া এভারগ্রিন ক্লাব
সিংহী পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি
সিমলা ব্যায়াম সমিতি
মুদিয়ালি ক্লাব
বড়িশা প্লেয়ার্স কর্নার
সমাজসেবী সংঘ
কলেজ স্কোয়ার
৬৬ পল্লী ক্লাব
শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসব
শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসব
প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক বারোয়ারি দুর্গাপূজা কমিটি

সেরা মণ্ডপ (১৩)

কালীঘাট মিলন সংঘ
দমদম পার্ক তরুণ সংঘ পূজা কমিটি
বরানগর নেতাজি কলোনি লো-ল্যান্ড
পাথুরিয়াঘাটা ৫-এর পল্লী
নেতাজীনগর নাগরিকবৃন্দ (মহিলা পরিচালিত)
৭৫ পল্লী ভবানীপুর
৯৫ পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি
বাবুবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
নাকতলা উদয়ন সংঘ
ন’পাড়া দাদা ভাই সংঘ
রাজডাঙা নব উদয় সংঘ
দেশপ্রিয় পার্ক (বালিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব সমিতি)
কামডহরি সুভাষপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি

সেরা প্রতিমা (৭)

৭৪ পল্লী সর্বজনীন দুর্গোৎসব, খিদিরপুর
তেলেঙ্গাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি (উল্টোডাঙা)
বেহালা ক্লাব সর্বজনীন দুর্গোৎসব কমিটি
অবসর সর্বজনীন দুর্গোৎসব কমিটি
ইয়ুথ অ্যাসোসিয়েশন (মহম্মদ আলি পার্ক)
অশোকনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি
দক্ষিণ কলকাতা সর্বজনীন দুর্গাপূজা

সেরা ভাবনা (১৭)

রামমোহন সম্মিলনী
বেলিয়াঘাটা ৩৩ পল্লীবাসীবৃন্দ
নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব
বোসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটি
নবপল্লী স্পোর্টিং ক্লাব (দমদম)
মানিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গাপূজা কমিটি
কোলাহল গোষ্ঠী দুর্গাপূজা কমিটি
বোসপুকুর তালবাগান সর্বজনীন
কালিঘাট কিশোর সংঘ
উদয়ন খিদিরপুর দুর্গাপূজা
বকুলবাগান সর্বজনীন দুর্গোৎসব
কেষ্টপুর প্রফুল্লকানন সর্বজনীন
অশ্বিনীনগর বন্ধু মহল ক্লাব
চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি
চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
চেতলা আলাপী ক্লাব
দমদম পার্ক ভারতচক্র ক্লাব

সেরা পরিবেশবান্ধব পুজো (১৪)

১৪ পল্লী উদয়ন সংঘ (এন্টালি)
ডায়মন্ড পার্ক বেহালা
যুবমৈত্রী, কালিঘাট
দক্ষিণপাড়া দুর্গোৎসব
অজেয় সংহতি
সিকদারবাগান সাধারণ দুর্গোৎসব
পূর্বাচল শক্তি সংঘ
টালা বারোয়ারি দুর্গোৎসব সমিতি
সেলিমপুর পল্লী স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব
নেতাজী জাতীয় সেবাদল
যোধপুরপার্ক শারদীয়া উৎসব কমিটি
এফডি ব্লক সর্বজনীন পূজা কমিটি (সল্টলেক)
সন্তোষপুর লেক পল্লী
সংঘশ্রী

বিশেষ পুরস্কার (২৬)

আদি বালিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব সমিতি
ভবানীপুর ৭০ পল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (শীতলা মন্দির) – মহিলা পরিচালিত
বাটাম ক্লাব (পেয়ারাবাগান সর্বজনীন দুর্গোৎসব)
ফরোয়ার্ড ক্লাব
হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব
৭৬ পল্লী সর্বজনীন দুর্গোৎসব
বালিগঞ্জ ২১ পল্লী সর্বজনীন দুর্গোৎসব সমিতি
প্রগতি সংঘ (পূর্ব পুঁটিয়ারি)
বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব পূজা কমিটি (হরিদেবপুর)
৬৮ পল্লী সর্বজনীন দুর্গাপূজা কমিটি
৬৪ পল্লী দুর্গোৎসব কমিটি (মনোহরপুকুর রোড)
২২ পল্লী সর্বজনীন দুর্গাপূজা সমিতি
গোলমাঠ দুর্গাপূজা সমিতি
লালাবাগান নবাঙ্কুর সংঘ
গ্রিনপার্ক সর্বজনীন দুর্গোৎসব (নরেন্দ্রপুর)
এন.এস.সি. স্পোর্টস ক্লাব (শারদীয়া দুর্গোৎসব)
আই বি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (সল্টলেক)
ফতেপুর দুর্গোৎসব কমিটি (মেটিয়াব্রুজ)
খিদিরপুর পল্লী শারদীয়া
ক্যানাল রোড সমাজসেবী সমিতি
পর্ণশ্রী সাউথ ব্লক ক্লাব
আলিপুর গোপালনগর ৭৮ পল্লী
ভবানীপুর মুক্তদল
পদ্মপুকুর ইয়ুথ অ্যাসোসিয়েশন
ভবানীপুর স্বাধীন সংঘ
৬২ পল্লী (হরিশ মুখার্জি রোড)

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ