Advertisement
Advertisement

Breaking News

Durga Puja 2025

পুজোর ক’টাদিন রাতভর পাবেন মেট্রো, কখন শুরু পরিষেবা, জেনে নিন সময়সূচি

পঞ্চমী থেকে দশমী পর্যন্ত সময়সূচি প্রকাশ করল মেট্রো কর্তৃপক্ষ।

Durga Puja 2025: Kolkata Metro announces service schedule during festive season

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:September 23, 2025 7:09 pm
  • Updated:September 23, 2025 7:13 pm   

নব্যেন্দু হাজরা: বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মরশুম বলে কথা! সারারাত ধরে প্যান্ডেল হপিং না করলে চলে? আর সেসব উৎসবপ্রেমী বাঙালির কথা মাথায় রেখে প্রতি বছর পুজোর সময় রাতেও পরিষেবা চালু রাখে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। রাতভর চলে কলকাতার উত্তর-দক্ষিণ প্রান্তে চলে মেট্রো। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। পুজোর মূল চারটি দিন – সপ্তমী, অষ্টমী, নবমীতেও সারারাত চলবে মেট্রো। মঙ্গলবার তার সময়সূচি প্রকাশ করল কর্তৃপক্ষ। সেইসঙ্গে পঞ্চমী ও ষষ্ঠীর দিন কখন মেট্রো চলবে, তাও জানানো হয়েছে। একনজরে দেখে নিন পুজোর দিনে কখন মেট্রো পাবেন –

Advertisement

ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম)

পঞ্চমী – সকাল ৮টা থেকে রাত ১১টা (৬ থেকে ৭ মিনিট ব্যবধান)
ষষ্ঠী – সকাল ৯টা থেকে রাত ১১টা (৬ থেকে ৭ মিনিট ব্যবধান)
সপ্তমী – দুপুর ১টা থেকে ভোর ৪টে (৬ থেকে ৭ মিনিট ব্যবধান)
অষ্টমী – দুপুর ১টা থেকে ভোর ৪টে (৬ থেকে ৭ মিনিট ব্যবধান)
নবমী – দুপুর ১টা থেকে ভোর ৪টে (৬ থেকে ৭ মিনিট ব্যবধান)
দশমী – দুপুর ১টা থেকে রাত ১০টা (৮ মিনিট ব্যবধান)

গ্রিন লাইন (সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান)

পঞ্চমী – (আপ) সকাল ৭.৩০ থেকে রাত ১১টা, (ডাউন) সকাল ৭.৪৪ থেকে রাত ১১.১৬
ষষ্ঠী – (আপ)সকাল ৯টা থেকে রাত ১১.২৮, (ডাউন) সকাল ৯.০২ থেকে রাত ১১.২০
সপ্তমী – (আপ) দুপুর ১.৩০ থেকে ভোর ৪.০৬, (ডাউন) দুপুর ১.৩৪ থেকে ভোর ৪.১৮
অষ্টমী – (আপ) দুপুর ১.৩০ থেকে ভোর ৪.০৬, (ডাউন) দুপুর ১.৩৪ থেকে ভোর ৪.১৮
নবমী – (আপ) দুপুর ১.৩০ থেকে ভোর ৪.০৬, (ডাউন) দুপুর ১.৩৪ থেকে ভোর ৪.১৮
দশমী – (আপ) দুপুর ১ টা থেকে রাত ১০টা, (ডাউন) দুপুর ১.৩২ থেকে রাত ১০.৩২

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ