নব্যেন্দু হাজরা: এবার ট্রেনে চড়ে নিশ্চিন্তে পুজো সফর। শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখায় রাতভর চলবে লোকাল ট্রেন। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে বিশেষ পরিষেবা চালুর কথা ঘোষণা করা হয়েছে পূর্ব রেলের তরফে। ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকে দশমী পর্যন্ত রাতভর মোট ৩১টি বাড়তি ট্রেন চলবে। এর মধ্যে শিয়ালদহ উত্তর শাখায় চলবে ১৯ টি ও দক্ষিণ শাখায় ১২টি। ফলে কলকাতার পুজো দেখতে গিয়ে রাত হলেও চিন্তা নেই। ভোর পর্যন্ত লোকাল ট্রেন পাবেন, নিশ্চিন্তে পৌঁছতে পারবেন বাড়ি।
পুজোর ভিড় সামাল দিতে এবারের পুজোর আগে বেশ কয়েকটি ব্যবস্থা করেছে রেল। নিরাপত্তায় জোর দিয়ে পঞ্চমী থেকেই বাড়তি আরপিএফ নামছে শিয়ালদহ, হাওড়ার স্টেশনগুলিতে। এবার বাড়তি ট্রেন চালানোর কথাও জানাল রেল। একনজরে দেখে নিন কোন শাখায় কতক্ষণ ট্রেন পাওয়া যাবে –
শিয়ালদহ উত্তর শাখায় রানাঘাট-শিয়ালদহ রুটে বাড়তি ৬টি ট্রেন চলবে। এর মধ্যে ২টি শিয়ালদহ-রানাঘাট, ২টি নৈহাটি-রানাঘাট ও ২টি শিয়ালদহ-নৈহাটি লোকাল। ট্রেনগুলি চলবে রাত ৯.৪০ থেকে ভোর ৩.১০ পর্যন্ত। শিয়ালদহ-কল্যাণী শাখায় বাড়তি ৪ ট্রেন
চলবে রাত ৯.১০ থেকে রাত ২.৫৫ পর্যন্ত। রানাঘাট-নৈহাটি-কৃষ্ণনগর শাখায় বাড়তি ৫ ট্রেন দেওয়া হয়েছে। ট্রেনগুলি চলবে রাত ১১.৪৫ থেকে ভোর ৪.৫৫ পর্যন্ত। এদিকে, বনগাঁ-বারাসত-শিয়ালদহ শাখাতেও বাড়তি ৪টি ট্রেন চলবে পুজোর রাতে। সেগুলি রাত ১০.২০ থেকে ভোর ৪.৩০ পর্যন্ত চলবে।
শিয়ালদহ দক্ষিণ শাখার শিয়ালদহ-বারুইপুর পর্যন্ত বাড়তি ৬ ট্রেন চলবে রাত ১১.৪০ থেকে ভোর ৪.৩০ পর্যন্ত। আর শিয়ালদহ-বজবজ লাইনেও বাড়তি ৬টি ট্রেন চালানো হবে। রাত ১১.৩০ থেকে ভোর ৩.৪০ পর্যন্ত তা চলবে। ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকে দশমী পর্যন্ত এই বাড়তি পরিষেবা পাওয়া যাবে। সুতরাং, নিশ্চিন্তে পঞ্চমী থেকে ট্রেন চড়ে বেরিয়ে পড়ুন কলকাতার পুজো দেখতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.