Advertisement
Advertisement
Durga Puja 2025

অষ্টমীর দুপুরে ‘অসুর’ বৃষ্টি! কলকাতায় পুজোর আমেজে জল ঢালল মেঘের গর্জন-বর্ষণ

বৃষ্টির তোড় দক্ষিণ কলকাতাতেই বেশি। 

Durga Puja 2025: Rain plays spoilsport in Kolkata during Mahasthami
Published by: Sucheta Sengupta
  • Posted:September 30, 2025 1:12 pm
  • Updated:September 30, 2025 2:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অষ্টমীর দুপুরেই হাওয়া বদল!  সকালে রোদ ঝলমলে পরিবেশ নিমেষে উধাও। দুপুর গড়াতে না গড়াতেই চারদিক কালো করে ঝেঁপে বৃষ্টি নামল। সঙ্গে মেঘের গর্জন। বেশ কিছুক্ষণ শহরে অবিরাম ধারাপাতে জলও জমল কোথাও কোথাও। সকাল সকাল যারা রোদের আভাস দেখে প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছিলেন, তাঁরা বৃষ্টি থেকে মাথা বাঁচাতে হুড়মুড়িয়ে আশ্রয় নিলেন বিভিন্ন মণ্ডপে। বৃষ্টির তোড় দক্ষিণ কলকাতাতেই বেশি। আকাশের দিকে তাকালে বোঝা যাচ্ছে, মেঘে ঢেকে গিয়েছে নীলাকাশ। অর্থাৎ এখনই বৃষ্টি থেকে রেহাই নেই।

Advertisement
খানিকক্ষণের বৃষ্টিতে জল থইথই শহরের রাস্তা। নিজস্ব ছবি।

মাত্র কয়েকঘণ্টা আগেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল, অষ্টমীতে তেমন বৃষ্টি হবে না। নবমী থেকে নিম্নচাপের ‘খেলা’ ঘুরিয়ে দেবে চারপাশের আনন্দময় পরিবেশ। বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা ও বিস্তীর্ণ এলাকা। কিন্তু অষ্টমীর দুপুরেই যে এমন হাওয়া বদল হয়ে যাবে, তা ভাবতেও পারেননি কেউ। অথচ ঘড়িতে দুপুর ১২টা ৩০ পেরনোর পরই আচমকা রোদ নিভে আঁধার ছেয়ে গেল চারপাশে। কিছুক্ষণের মধ্যেই নামল বৃষ্টি।  ২, ৩ ঘণ্টা তা  স্থায়ী হতে পারে বলে অনুমান আবহাওয়া অফিসের।

কলকাতায় অষ্টমীর দুপুরে এল বৃষ্টি। নিজস্ব ছবি।

পূর্বাভাস অনুযায়ী, আজ আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি উৎসবের আমেজে বারবার বাধ সাধবে। এদিকে, শুধু কলকাতাই নয়। নদিয়া, উত্তর ২৪ পরগনার কোথাও কোথাও আকাশে ইতিমধ্যে মেঘ জমেছে। সেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা। তবে এই ক্ষণিকের বৃষ্টিতে অস্বস্তি থেকে রেহাই মিলবে না বলেই জানাচ্ছেন আবহবিদরা। ফলে বৃষ্টি ও ঘর্মাক্ত পরিবেশেই পুজো দর্শন চলবে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ