নব্যেন্দু হাজরা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো ‘শেষ হয়েও হইল না শেষ’। বিসর্জন পর্ব এখনও বাকি। আগামী রবিবার, ৫ অক্টোবর রেড রোডে পুজো কার্নিভালের মধ্যে দিয়ে তার সমাপ্তি ঘটবে। ওইদিন কলকাতার সমস্ত নামীদামি পুজো উদ্যোক্তারা প্রতিমা-সহ রেড রোডের কার্নিভালের অংশ নেবেন, তারপর বাবুঘাটে হবে বিসর্জন। গত কয়েকবছর ধরে পুজো কার্নিভাল কলকাতার এক বড় উৎসব। দেশি, বিদেশি অতিথি-সহ হাজার হাজার দর্শনার্থী শামিল হন তাতে। সেই ভিড় সামলাতে এবার কার্নিভালের রাতে বাড়তি মেট্রো পরিষেবার কথা ঘোষণা করল কর্তৃপক্ষ। ব্লু ও গ্রিন লাইনে ওইদিন বেশি রাত পর্যন্ত মেট্রো পাওয়া যাবে।
শুক্রবার কলকাতা মেট্রোরেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ৫ অক্টোবর পুজো কার্নিভালের দিন দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ-হাওড়া ময়দান রুটে বাড়তি মেট্রো চালানো হবে। রোজকার সময়ে রাতের শেষ মেট্রোর পরও আপ ও ডাউনে মোট ৬টি অতিরিক্ত মেট্রো পাওয়া যাবে। ২০ মিনিট অন্তর সেই পরিষেবা মিলবে। তার সময়সূচিও ঘোষণা করা হয়েছে। একনজরে দেখে নিন কোন রুটে কখন মেট্রো পাবেন –
ব্লু লাইন
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (আপ)
রাত ১০.০৩, রাত ১০.২৩ ও রাত ১০.৪৩এ তিনটি মেট্রো ছাড়বে।
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম (ডাউন)
রাত ৯.৫৩, রাত ১০.১৩, রাত ১০.৩৩এ তিনটি মেট্রো ছাড়বে।
গ্রিন লাইন
সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান
রাত ১০.২০, রাত ১০.৪০ ও রাত ১১টায় তিনটি মেট্রো ছাড়বে।
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ
রাত ১০.২০, রাত ১০.৪০ ও রাত ১১টায় তিনটি মেট্রো ছাড়বে।
মেট্রোর এই ঘোষণায় স্বভাবতই খুশি আমজনতা। বিশেষত উৎসবপ্রেমীদের মনে স্বস্তি। কার্নিভাল দেখে রাতে অন্তত পাতালপথে ফেরার চিন্তা করতে হবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.