Advertisement
Advertisement
Durga puja

বাজল পুজোর ঘণ্টা! আগামী সপ্তাহেই পুজো কমিটির সঙ্গে প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী

এবছর কি দুর্গাপুজোয় সরকারি অনুদানের অঙ্ক লাখ টাকা ছোঁবে? আশায় উদ্যোক্তারা।

Durga Puja: CM Mamata Banerjee will sit for discussion on July 31 with all puja committees for preparation
Published by: Sucheta Sengupta
  • Posted:July 26, 2025 1:32 pm
  • Updated:July 26, 2025 2:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে গোনা আর মাস দুয়েক। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এবছর দুর্গাপুজো। এর মধ্যেই বেশিরভাগ বিগ বাজেটের পুজোগুলির প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। সেই কাজ আরও একটু এগিয়ে দিতে শহরের বড় পুজোকমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ৩১ জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক হবে। পুজো উদ্যোক্তাদের পাশাপাশি ওইদিনের আলোচনায় অংশ নেবে কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা, দমকল বিভাগ, সিইএসসি, পরিবহণ বিভাগের শীর্ষ আধিকারিকরা। গত বছরই মুখ্যমন্ত্রী পুজোয় অনুদান বাড়িয়ে লাখ টাকা করার ইঙ্গিত দিয়েছিলেন। এবার কি তা ঘোষণা করবেন?  সেই আশা করছেন উদ্যোক্তারা।

Advertisement

চলতি বছর ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী, পুজোর শুরু। অন্যান্য বছরের তুলনায় একটু আগেই। প্রস্তুতির জন্য খুব বেশি সময় নেই হাতে। প্রতিবছর পুজোর আগে প্রস্তুতি বৈঠক করে থাকেন মুখ্যমন্ত্রী। বাঙালির শ্রেষ্ঠ উৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য তাঁর চেষ্টার ত্রুটি থাকে না। পুজোয় ভিড়ের কথা মাথায় রেখে ট্রাফিক ব্যবস্থা বদল থেকে শুরু করে মণ্ডপের সুরক্ষায় দমকল বিভাগ, বিদ্যুৎ বিভাগকে বাড়তি সতর্কতা, দায়িত্বের কথা মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে বাংলার সমস্ত পুজো কমিটিকে সরকারি অনুদানের কথাও ঘোষণা করেন তিনি। গত কয়েকবছর ধরে ধাপে ধাপে সেই অনুদানের আর্থিক অঙ্ক বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। ২০২৪ সালে সেই অনুদানের অঙ্ক ছিল ৮৫ হাজার টাকা। সেবারই মমতা ইঙ্গিত দিয়েছিলেন, এরপর তা এক লক্ষ টাকা হতে পারে।

পুজোর প্রস্তুতি বৈঠক এবছরও হচ্ছে। আগামী সপ্তাহেই পুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। ৩১ জুলাই নেতাজি ইন্ডোরে দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে আলোচনায় বসতে চলেছেন তিনি। নিরাপত্তার বিষয়টি আলোচনায় অগ্রাধিকার পেলেও পুজো উদ্যোক্তাদের অনুদান নিয়ে বেশি আগ্রহী। এবছর কি সরকারি অনুদান বেড়ে এক লক্ষ টাকা হবে? আগামী বৃহস্পতিবারের বৈঠকে মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার দিকে তাকিয়ে তাঁরা সকলে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement