Advertisement
Advertisement
AC local

যাত্রীদের সুবিধার্থে এসি লোকালের স্টপেজ বাড়াল রেল! তালিকায় কোন কোন স্টেশন

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নয়া এই সিদ্ধান্ত কার্যকর হবে।

Eastern Railway decides to stop AC local at more stations in Sealdah divison

ফাইল ছবি।

Published by: Kousik Sinha
  • Posted:September 9, 2025 9:54 pm
  • Updated:September 9, 2025 10:01 pm   

নব্যেন্দু হাজরা: যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এসি লোকালের স্টপেজ বাড়াল পূর্ব রেল। এবার থেকে শ্যমনগর, বেলঘরিয়ার মতো গুরুত্বপূর্ণ স্টেশনেও দাঁড়াবে এসি লোকাল। তালিকায় রয়েছে চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর রোডের মতো গুরুত্বপূর্ণ স্টেশনও। এই খবর নিত্যযাত্রী এবং সাধারণ যাত্রীদের জন্য অবশ্যই স্বস্তির। বর্তমানে তিনটি এসি লোকাল চলছে রাজ্যের গুরুত্বপূর্ণ তিনটি স্টেশনে। রয়েছে শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এবং শিয়ালদহ-কৃষ্ণনগর। ইতিমধ্যে এই তিনটি রুটেই এসি লোকাল বেশ সফল। যাত্রীদের মধ্যেও সাড়া মিলেছে।

Advertisement

আরও বেশ কয়েকটি স্টেশনেও যাতে এসি লোকাল স্টপেজ দেয়, সেই দাবি উঠেছে যাত্রীদের মধ্যে থেকে। অশোকনগর স্টেশনে যাতে এসি লোকাল দাঁড়ায়, সেই দাবিও জানিয়েছিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। কার্যত যাত্রীদের দাবিকে মান্যতা দিয়েই এসি লোকালের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল। পূর্ব রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১৬৩৭/৩১৬৩৮ শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল এখন থেকে শ্যামনগর এবং বেলঘরিয়ায় অতিরিক্ত স্টপেজ দেবে। পাশাপাশি ৩৩৭৬১/৩৩৭৬ শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এসি লোকালেও বাড়ানো হয়েছে স্টপেজের সংখ্যা।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই রুটে ট্রেনটি চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর রোড, বিরা এবং বিরাটিতে স্টপেজ দেবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নয়া এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, একমাসের জন্যেই এহেন পদক্ষেপ করা হয়েছে। এই সমস্ত স্টেশনগুলি থেকে কতজন যাত্রী উঠছেন, তা একমাস পরীক্ষা করে দেখবে রেল। এরপরেই স্থায়ীভাবে ট্রেনগুলি এই স্টেশনে স্থায়ী ভাবে থামবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেল। অর্থাৎ যাত্রী সংখ্যার উপরেই নির্ভর হবে আগামিদিনে পাকাপাকিভাবে নয়া এই স্টেশনগুলিতে ট্রেন থামবে কি না। এই এক মাসের জন্য রেল ওই স্টেশনের মান্থলি টিকিট দেবে না। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ