Advertisement
Advertisement
Eastern Railway

ইডেনে হাইভোল্টেজ ভারত-ইংল্যান্ড ম্যাচ, বাড়ি ফিরতে মিলবে স্পেশাল ট্রেন

বুধবার দুটি অতিরিক্ত ১২ কোচের ট্রেন চালাবে রেল। বিজ্ঞপ্তি দিয়ে এমনই কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

Eastern Railway will run two additional trains for the India-England cricket match

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:January 21, 2025 9:37 pm
  • Updated:January 21, 2025 9:52 pm  

সুব্রত বিশ্বাস: রাত পোহালেই ক্রিকেটের নন্দনকাননে নামতে চলছে ভারত- ইংল্যান্ড। টি-টোয়েন্টি ম্যাচের জন্য সেজে উঠেছে ইডেন। দর্শকদের মধ্যে রয়েছে চরম উন্মাদনা। শহরতলি থেকে প্রচুর দর্শক মাঠে ভিড় জমাবে সেই আভাস আগেই মিলেছে। তবে রাতের ম্যাচে বাড়ি ফিরে যাওয়া নিয়ে চিন্তা ছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সেই সমস্যা দূর করতে এগিয়ে এল পূর্ব রেল। শুধু বুধবার দুটি অতিরিক্ত ১২ কোচের ট্রেন চালাবে রেল। বিজ্ঞপ্তি দিয়ে এমনই কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, প্রিন্সেপ ঘাট থেকে বারাসত ও বিবাদী বাগ থেকে বারুইপুরের মধ্যে চলবে এই দুটি অতিরিক্ত ট্রেন। বুধবার রাত ১১টা ৫০ মিনিটে প্রিন্সেপ ঘাট স্টেশন ছাড়বে ইএমইউ স্পেশাল। বারাসত পৌঁছবে রাত একটায়। অন্যদিকে, বিবাদি বাগ থেকে ১২ কোচের ট্রেনটি ছাড়বে রাত ১২টা ২ মিনিটে। বারুইপুরে পৌঁছবে রাত ১টা ৩২ মিনিটে। অতিরিক্ত দুটি ট্রেন চালানোয় স্বভাবতই খুশির হাওয়া সর্মথকদের মধ্যে। রাতে বাড়ি ফিরে যাওয়ার চিন্তা অনেকের কাটল।

এই ম্যাচে দীর্ঘদিন পর চোট সারিয়ে মাঠে ফিরতে চলেছেন তারকা বোলার মহম্মদ শামি। ফের তাঁকে দেশের জার্সিতে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। বাড়ি ফেরার চিন্তা না নিয়েই তাঁর ক্যামবাক ম্যাচ দেখতে পাবেন দর্শকরা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement