ফাইল ছবি।
অর্ণব আইচ: এসএসসি দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেপ্তারের ৬০ দিনের মাথায় ব্যাঙ্কশাল আদালতে এই চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রায় ৮০ পাতার চার্জশিট এদিন জমা পড়ে। যেখানে একাধিক বিষয়ের উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, জীবনের বিরুদ্ধে ১.৫ কোটি টাকা লেনদেনের উল্লেখও এই চার্জশিটে রয়েছে বলে খবর। এমনকী তাঁর নামে বেনামি ১২টি সম্পত্তির কথাও ইডির জমা দেওয়া চার্জশিটে রয়েছে।
জামিন পাওয়ার পর নিয়োগ দুর্নীতি মামলায় গত অগাস্ট মাসে তাঁর বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তল্লাশি চলাকালীন সেই সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি ফেলে দিয়েছিলেন। যদিও তা পরে সেটি খুঁজে পেতে নিজেই সাহায্য করেন। দফায় দফায় জেরা করে দিনের শেষে তৃণমূল বিধায়ককে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। আধিকারিকরা দাবি করেন, চাকরি ‘বিক্রি’র টাকা জীবনকৃষ্ণের অ্যাকাউন্টে এসেছে বলে প্রমাণ মিলেছে। ক্ষমতার অপব্যবহার করে তিনি আত্মীয়-বন্ধুদের চাকরি পাইয়ে দিয়েছিলেন, সেই প্রমাণও রয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
বলে রাখা প্রয়োজন, এই মামলাতেই বছর দুই আগে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে সিবিআই। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে এবং দিনভর জিজ্ঞাসাবাদের পর কেন্দ্রীয় তদন্তকারীরা তাঁকে গ্রেপ্তার করেন। সেসময়েও প্রমাণ লোপাটের উদ্দেশ্যে বিধায়ক নিজের মোবাইল ফোন বাড়ির পিছনে পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। জীবনকৃষ্ণর বিরুদ্ধে অভিযোগ ছিল, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নিজের এলাকার বহু মানুষের চাকরির জন্য সুপারিশ করেছিলেন। মোটা টাকার বিনিময়ে সেসব চাকরি পাইয়ে দিয়েছিলেন বড়ঞার বিধায়ক। তাঁর বাড়ি থেকে তার কিছু কিছু প্রমাণও মেলে বলে দাবি করে সিবিআই। গত বছর সুপ্রিম কোর্টের নির্দেশে দুর্নীতি মামলায় জামিনে মুক্তি পান জীবনকৃষ্ণ সাহা। কিন্তু ফের ইডির হাতে গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলবন্দি রয়েছেন জীবনকৃষ্ণ সাহা। তাৎপর্যপূর্ণভাবে গ্রেপ্তারের ৬০ দিনের মাথায় এদিন তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.