ফাইল ছবি
স্টাফ রিপোর্টার: পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জেলমুক্তি ঠেকাতে এবার ‘জোড়া অস্ত্র’ শানাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির হাতে থাকা দু’টি মামলাই এই অস্ত্র হয়ে উঠতে পারে, এমনই ইঙ্গিত দিয়েছেন ইডি আধিকারিকরা।
ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এখনও পর্যন্ত পার্থর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে মোট আটটি মামলা রয়েছে। গত জানুয়ারি মাসে তিনি এই মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পান। কিছুদিন আগে সুপ্রিম কোর্ট থেকে সিবিআইয়ের গ্রুপ সি মামলায় জামিন পান পার্থ। ওই দু’টি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। সিবিআইয়ের নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় পার্থর বিরুদ্ধে চার্জশিট পেশ করা হলেও তাঁকে গ্রেপ্তার করা হয়নি। এই দু’টি মামলায় বুধবারই সিবিআইয়ের বিশেষ আদালত থেকে তিনি জামিন পান। সিবিআইয়ের গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় হাই কোর্টে পার্থর জামিনের শুনানি চলছে। আইনজীবীদের একাংশ জানাচ্ছে, এই মামলাটির শুনানি চলার কারণে এখনও পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তি হয়নি।
কিন্তু ইডির সূত্র জানিয়েছে, সহজে যাতে পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তি না হয়, তার জন্য তাঁরা অস্ত্র শানাচ্ছেন। ইডি এসএসসির দু’টি মামলা দায়ের করেছে, যার মধ্যে একটি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির। অন্যটি নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতির। এই দু’টি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি তদন্ত করছে। ইতিমধ্যেই এসএসসি-র একটি মামলায় মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ইডি গ্রেপ্তার করেছে। ইডির এক আধিকারিক জানান, তদন্তের স্বার্থেই ওই দু’টি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ইডি জেল থেকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে পারে। জেরার শেষে তাঁকে জেল হেফাজতে রাখার জন্যই ইডি আবেদন জানাবে। সেই ক্ষেত্রে অন্য মামলায় যদি পরবর্তীকালে পার্থ জামিনও পান, ইডির মামলায় জেলে থাকার জন্য তাঁর জেলমুক্তি সহজে হবে না, এমনই ইঙ্গিত দিয়েছে ইডি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.