Advertisement
Advertisement
ED

নিয়োগ দুর্নীতির ‘মিডলম্যান’ প্রসন্নের ২৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির, তালিকায় চা-বাগান, বাংলো

প্রসন্ন রায়ের বিরুদ্ধে অভিযোগ তিনি দুর্নীতি মামলায় মিডিলম্যান হিসাবেস কাজ করে কোটি কোটি টাকার প্রতারণা করেছেন।

ED sieges 27 crore property of Prasanna involved in recruitment scam

প্রসন্ন রায়

Published by: Subhankar Patra
  • Posted:June 25, 2025 3:50 pm
  • Updated:June 25, 2025 3:54 pm  

অর্ণব আইচ: এসএসসি গ্রুপ সি ও ডি নিয়োগ দুর্নীতি মামলায় ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের প্রায় ২৭.১৯ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অভিযুক্তের তিনটি চা বাগান, বাগান সংলগ্ন বাংলো, কারখানা, কারখানার যন্ত্রাংশ ও গাড়ি বাজেয়াপ্ত করেছেন ইডির আধিকারিকরা।

সম্প্রতি, উত্তরবঙ্গে প্রসন্ন রায়ের তিনটি চা সংস্থা সামসিং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড, ইযাংটং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড ও বামনডাঙা টি এস্টেট প্রাইভেট লিমিটেডে অভিযান চালান ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় সংস্থা সূত্রে জানা গিয়েছে, গ্রুপ সি ও ডি-এর চাকরি প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে যে টাকা তোলা হয়েছিল, সেই টাকা এই চা বাগানগুলোয় বিনিয়োগ করা হয়েছে। এমনই তথ্য প্রমাণ না কি, তদন্তকারীরা পেয়েছেন। তারপরই এই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গত বছরের জানুয়ারি মাসে সিবিআইয়ে মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পান নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রসন্ন। তারপরই ইডির হাতে গ্রেপ্তার হন তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ এসএসসি দুর্নীতিতে মিডলম্যান হিসাবে কাজ করেছেন। নিয়োগ দুর্নীতিতে অযোগ‌্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে কয়েকশো কোটি টাকা তুলেছেন বলেও অভিযোগ। এবার তাঁর কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement