Advertisement
Advertisement

Breaking News

Bratya Basu

শিক্ষক নিয়োগের পরীক্ষা যথাসময়, আশঙ্কা উড়িয়ে জানিয়ে দিলেন ব্রাত্য

কলেজে ভর্তির বিজ্ঞপ্তি যথাসময়েই হবে বলে জানালেন তিনি।

Education MInister Bratya Basu says exam for recruiting Teachers will held on time
Published by: Paramita Paul
  • Posted:June 12, 2025 12:22 pm
  • Updated:June 12, 2025 12:22 pm  

স্টাফ রিপোর্টার: শিক্ষক নিয়োগের পরীক্ষা এবং কলেজে ভর্তির বিজ্ঞপ্তি যথাসময়েই হবে বলে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার সাহিত্য অকাদেমির এক অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্রাত্য বলেন, “কে, কী বলছে বা করছে, জানি না। একাংশ এসব করছে। অধিকাংশই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। পরীক্ষা যথাসময়ই নেওয়া হবে।” উল্লেখ্য, কয়েকদিন আগে এসএসসি-র জারি করা নয়া পরীক্ষা-বিধিতে সম্ভাব্য সেপ্টেম্বর মাসে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে।

Advertisement

কলেজে পড়ুয়াভর্তি প্রসঙ্গে এদিন ব্রাত্য বলেন, “খুব শীঘ্র কলেজে ভর্তির বিজ্ঞপ্তি বার হবে। মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে কবে ভর্তির অনলাইন পোর্টাল খুলবে, এই সপ্তাহের মধ্যে জানিয়ে দিতে পারব।” সর্বভারতীয় জয়েন্টের রেজাল্ট যেহেতু বেরিয়ে গিয়েছে, তাই ভালো ছেলেরা রাজ্যের বাইরে চলে যেতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে মন্ত্রীর দাবি, “গতবারও অল ইন্ডিয়া জয়েন্টের রেজাল্ট আগেই বেরিয়েছিল। ফলে এবারেও ওই ধরনের কোনও আশঙ্কা নেই। যথাসময়ে জয়েন্টের রেজাল্ট বেরবে। গতবারও আমাদের সব আসন ভর্তি হয়ে গিয়েছিল। তাই উদ্বেগের কারণ রয়েছে বলে আমি মনে করছি না। মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে খুব শীঘ্র অনলাইন পোর্টাল খুলে দিতে পারব। এ সপ্তাহের মধ্যেই জানিয়ে দিতে পারব। ছাত্রছাত্রীদের উদ্বেগে থাকার কারণ নেই।”

এসএসসি-র বিজ্ঞপ্তি থেকে শুরু করে ওবিসি ইস্যু বা পরীক্ষা নিয়েও মামলার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা জানতে চাইলে ব্রাত্য কড়া জবাব দেন। তাঁর কথায়, “রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। সরকারকে ভোটে হারাতে পারছে না। কোনও কোনও জায়গায় গিয়ে যদি সরকারকে বিপদে ফেলা যায়, এ রকম মানসিকতা নিয়ে কেউ কেউ করছেন। কিন্তু ফাইনালি দেখবেন, আমরা সুপ্রিম কোর্টে গিয়ে জিতছি।” এদিন সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চলীয় কার্যালয়ের পুস্তকবিপণি ও নবসজ্জিত প্রেক্ষাগৃহের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী তথা সাহিত্য অকাদেমির বাংলা উপদেশক পর্ষদের আহ্বায়ক ব্রাত্য বসু। উপস্থিত ছিলেন সাহিত্য অকাদেমির সভাপতি মাধব কৌশিক, সচিব কে শ্রীনিবাস রাও। অর্ণব সাহা, বিভাস রায়চৌধুরি, চৈতালি চট্টোপাধ্যায়, নির্মাল্য মুখোপাধ্যায় ও শিবাশিস মুখোপাধ্যায়ের কবিতা পাঠ অনুষ্ঠানটিকে মনোজ্ঞ করে তোলে। কবিতা পাঠের সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি সুবোধ সরকার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement