Advertisement
Advertisement
Election Commission of India

গত ৬ বছর নির্বাচনে অংশ নেয়নি, রাজ্যের আট রাজনৈতিক দলকে নিয়ে চিঠি নির্বাচন কমিশনের

ওই আট রাজনৈতিক দলকে শোকজ করুক রাজ্য নির্বাচন কমিশন, প্রস্তাব দিল্লির।

Election Commission of India sends letter to State Election Commission on eight political parties
Published by: Sucheta Sengupta
  • Posted:June 27, 2025 6:13 pm
  • Updated:June 27, 2025 6:15 pm  

সুদীপ রায়চৌধুরী: একের পর এক নতুন নতুন রাজনৈতিক দলের জন্ম, নথিভুক্তিকরণ। কিন্তু গত ৬ বছরে একটিও নির্বাচনে অংশগ্রহণ নেই। আর সেই কারণে রাজ্যের নতুন ৮ টি রাজনৈতিক দলকে নিয়ে রাজ্যের নির্বাচন কমিশনকে চিঠি পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। ওইসব দলের ‘রাজনৈতিক’ তকমা কি আদৌ কেড়ে নেওয়া হবে? রাজ্য নির্বাচন কমিশন সেসব দলকে শোকজ করুক, সেইসঙ্গে একাধিক তথ্য সংগ্রহ করে তার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানাক, এই প্রস্তাব দেওয়া হয়েছে দিল্লি নির্বাচন কমিশনের তরফে।

কোন কোন সেই আটটি দল? জানা যাচ্ছে, এই তালিকায় রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একটি করে দল, বীরভূমের দুটি দল, কলকাতা দুটি দল, মুর্শিদাবাদের একটি ও উত্তর দিনাজপুরের একটি দল। উত্তর ২৪ পরগনার দলটির নাম অল ইন্ডিয়া তফসিল ইউনাইটেড পার্টি। দক্ষিণ ২৪ পরগনার দল ভারতীয় নিউ ডেমোক্র্যাটিক পার্টি, বীরভূমের দুটি দলের নাম বঞ্চিত স্বরাজ পার্টি ও ইন্ডিয়ান ডেমোক্র্যাটিক কংগ্রেস। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নথিভুক্ত হওয়া দলটির নাম বাংলার বিকাশবাদী কংগ্রেস। আর মুর্শিদাবাদের দলটির নাম মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়া।

এই আটটি দল ২০১৯ সাল থেকে ২০২৫ পর্যন্ত ছ’বছরের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, সংসদীয় গণতন্ত্রে তাদের কোনও ভূমিকা নেই। এমনকী এসব দলের কোনও রাজনৈতিক কর্মসূচি চোখে তো পড়েইনি, কোনও বিজ্ঞাপনও বিগত ৬ বছরে কোনও সংবাদমাধ্যমে দেখা যায়নি। এই পরিস্থিতিতে তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে জাতীয় নির্বাচন কমিশন। চিঠি পাঠিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে দিল্লির তরফে জানানো হয়েছে, এসব রাজনৈতিক দলকে শোকজ করা হোক। নানাবিধ তথ্য জানতে চান আধিকারিকরা। সেইমতো তথ্যের ভিত্তিতে দরকারের ওইসব দলকে তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার প্রস্তাব দিক রাজ্য নির্বাচন কমিশন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement