বুদ্ধদেব সেনগুপ্ত: করোনা (CoronaVirus) মুক্ত বুদ্ধদেব জায়া মীরা ভট্টাচার্য। সোমবার বেলা ১১ টা নাগাদ হাসপাতাল থেকে ছাড়া হল তাঁকে। আগামী ৭ দিন হোম আইসোলেশনে থাকতে হবে মীরাদেবীকে। মানতে হবে একাধিক বিধিনিষেধ।
দীর্ঘদিন ধরেই অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। শারীরিক পরিস্থিতির কারণে কার্যত ঘরবন্দি তিনি। কয়েকদিন আগে করোনার উপসর্গ দেখা দেয় তাঁর শরীরে। উপসর্গ ছিল মীরাদেবীরও। কোভিড টেস্টের রিপোর্ট এলে জানা যায়, করোনা থাবা বসিয়েছে ভট্টাচার্য দম্পতির শরীরে। যেহেতু বুদ্ধবাবু আগে থেকেই সিওপিডিতে আক্রান্ত, তাই সেদিন রাতেই তাঁকে হাসপাতালে ভরতি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু তিনি রাজি হননি। উলটে মীরাদেবীকে ভরতি করতে বলেন। সেইমতো দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভরতি করা হয় মীরা ভট্টাচার্যকে। যদিও প্রথমদিন থেকেই তাঁর শারীরিক কোনও সমস্যা ছিল না। অক্সিজেন লেভেলও ছিল স্বাভাবিক। বাইরে থেকেও অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়নি।
তবে মীরাদেবীর বেশ কয়েকটি টেস্ট করা হয়। হাসপাতালের তরফে প্রথমে জানানো হয়েছিল, রবিবার তাঁকে ছেড়ে দেওয়া হবে। তবে শেষমেশ সোমবার সকাল ১১ টায় হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। তবে আগামী এক সপ্তাহ হোম আইসোলেশনে থাকতে হবে মীরাদেবীকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.