Advertisement
Advertisement
Dilip Ghosh & Rinku Majumdar

‘অযথা অপরাধী হচ্ছি, ছেলের মতো মৃত্যু চাইছেন কেউ কেউ,’ সরব দিলীপ-জায়া রিঙ্কু

মায়ের শোকেও ওঠে প্রশ্ন! কী বলছেন রিঙ্কু?

Exclusive: BJP Ex-MP Dilip Ghosh's Wife Rinku Majumdar Reacts to Viral Video Controversy Involving Her Husband
Published by: Sangbad Pratidin Video Team
  • Posted:July 27, 2025 3:21 pm
  • Updated:July 27, 2025 3:55 pm   

রমেন দাস: খ্যাতির বিড়ম্বনা! অনেকেই বলছেন, দিলীপ ঘোষের জনপ্রিয়তাতেই গাত্রদাহ হচ্ছে কারও কারও। প্রাক্তন বিজেপি সাংসদকে জড়িয়ে বিতর্কে উত্তাল হচ্ছে সমাজমাধ্যম। কিন্তু মাঝে মাঝেই সব দোষ নন্দঘোষের সুরে অপরাধী হচ্ছেন রিঙ্কু! দিলীপ-চর্চায় বারবার নাম জড়াচ্ছে তাঁর সদ্য বিবাহিতা স্ত্রীর। সন্তান হারানো মাকে নিয়েই শোরগোল করছেন কেউ কেউ! অভিযোগ, রিঙ্কু মজুমদারকে নিয়ে সমাজমাধ্যমে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে, যা বারবার প্রশ্ন তুলছে, সব দোষ কি তাঁর?

Advertisement

এবার এই আবহেই সরব দিলীপ ঘোষের (Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদার (Rinku Majumdar)। ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’কে খানিকটা বিধ্বস্ত রিঙ্কু জানান, ‘বারবার দোষের ভাগী হচ্ছি আমি। আমার ছেলের মৃত্যুর পরেও আমাকেই কাঠগড়ায় তোলা হচ্ছে। হাসলেও প্রশ্ন, কাঁদলেও প্রশ্ন! ইচ্ছাকৃত চলছে সব। কিছু ঘটলেই আমার নাম জড়িয়ে কুমন্তব্য করা হচ্ছে।’ প্রাক্তন বিজেপি সাংসদের স্ত্রীর দাবি, ‘আমাদের বিয়ের পর সমাজমাধ্যমে নানা কুমন্তব্য আমার ছেলেও দেখত, ওর অবসাদের কারণ হয়তো সেটাও হতে পারে। আমি একজন বেশি বয়সের মানুষকে বিয়ে করে কি অপরাধ করেছি! ছেলের মতো আমারও মৃত্যু চাইছেন কি কেউ কেউ? আমি আর আমার স্বামী তো কোনও অসুবিধায় নেই।’ প্রয়াত প্রীতম মজুমদারের মায়ের কথায়, ‘আমার চেয়ে বয়সে বড় একটা মানুষকে বিয়ে করে তো অপরাধ করিনি। সেখানেও বহু অসুবিধা। সোশ্যাল মিডিয়ায় দিলীপবাবুর যা কিছু, সবেতেই আমাকে দোষারোপ করা হচ্ছে। ছেলের চলে যাওয়ার পরে এমন একটা অবস্থা তৈরি করা হচ্ছে, যেন আমি গোল্ড ডিগার। আমিও কি মরে যাব?’

তিনি বলেন, ‘কিছু ইউটিউব চ্যানেলে বলা হচ্ছে, আমি প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে নাকি বিয়ে করেছি! আমার প্রাক্তন স্বামী আমাকে আর ছেলেকে ছেড়ে চলে যাওয়ার ১০ বছর পর প্রতিবন্ধী হন! তিনি বিয়ে করেন। আমি অনেক পরে বিয়ে করি! কিন্তু সবটা না জেনে কুৎসা করছেন অনেকেই।’ রিঙ্কুর হুঁশিয়ারি, ‘সমস্ত তথ্য জোগাড় করছি, সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ করব বলে ভাবছি। এভাবে আর নিতে পারছি না। নিজেও অবসাদের দিকে এগোচ্ছি।’ 

দিলীপ ঘোষের বিয়ের পরেই প্রশ্নের মুখোমুখি হয়েছেন দম্পতি! একবিংশ শতকে দাঁড়িয়েও প্রশ্ন উঠেছে বেশি বয়সে বিয়ে নিয়ে। সমাজমাধ্যমে কুরুচিকর আক্রমণের শিকার হয়েছেন দিলীপের স্ত্রী। ছেলের মৃত্যুর পরেও নানা ইস্যুতে মায়ের মন নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। ফের দিলীপ ঘোষ এবং ভিডিও বিতর্কে একই বিড়ম্বনায় রিঙ্কু।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ