Advertisement
Advertisement
Kolkata

কলকাতায় বসে ভুয়ো কল সেন্টারে ‘প্রতারণা’, ফাঁস আন্তর্জাতিক চক্রের পর্দা!

গভীর রাতে পুলিশের অভিযানে গ্রেপ্তার একাধিক।

Fake call center in Kolkata Police arrested 10 people
Published by: Subhankar Patra
  • Posted:September 17, 2025 11:49 am
  • Updated:September 17, 2025 11:56 am   

অর্ণব আইচ: কলকাতার বুকে আন্তর্জাতিক প্রতারণা চক্র! ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশ। মার্কিন নাগরিকদের ফোন করে প্রতারণার অভিযোগ। মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে ১০জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। উদ্ধার ১০ লক্ষের বেশি নগদ-সহ একাধিক মোবাইল ও দু’টি গাড়ি। ঘটনার তদন্তে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার বুকে বিভিন্ন জায়গায় ভুয়ো কল সেন্টার খুলে বসেছিল প্রতারকরা। নিজেদের ডেরা থেকে আন্তর্জাতিক এক অর্থ প্রযুক্তি সংস্থার নাম নিয়ে মার্কিন নাগরিকদের ফোন করতেন নানা অছিলায়। কোনও সময় টেকনিক্যাল সাপোর্ট, কখনও টাকা পাঠানোর প্রতিশ্রুতি দিতেন প্রতারকরা। সেই ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার হতেন তাঁরা। এই সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর, তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার রাতে একাধিক জায়গায় অভিযান চালান তদন্তকারীরা। দু’টি ফ্ল্যাট থেকে ১০জনকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। মূল অভিযুক্ত জাভেদ খানকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতদের থেকে উদ্ধার হয়েছে, ১০টি মোবাইল। ৮টি ল্যাপটপ, একটি রাউটার, প্রচুর পরিমাণের সোনা। এছাড়াও পাওয়া গিয়েছে ১০ লক্ষাধিক নগদ। তিনটি এক্সারসাইজ বুক যাতে টাকার হিসাব এবং জালিয়াতি কল সেন্টার পরিচালনা সম্পর্কিত তথ্য রয়েছে। একটি স্কোডা স্লাভিয়া গাড়ি ও একটি মাহিন্দ্রা এক্সইউভি। ১০টি বহুজাতিক সংস্থার ঘড়ি। ধৃতদের আজ, বুধবার ধৃত আদলতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। ঘটনার সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ