সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবাসনের এক নিরাপত্তারক্ষীর মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড হাইল্যান্ড পার্কে। বৃহস্পতিবার সকালে আবাসনে দশতলা থেকে বারো ফুটের একটি পাইপ ভেঙে পড়ে ওই নিরাপত্তারক্ষীর মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃতদেহ আটকে রেখে আবাসনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান মৃতের আত্মীয় ও অন্য নিরাপত্তারক্ষীরা। তাঁদের অভিযোগ, আবাসনের রক্ষণাবেক্ষণ ঠিকমতো হয় না। তাই জলের ওই পাইপটি ভেঙে পড়েছে। শেষপর্যন্ত, লালবাজার থেকে অতিরিক্ত পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার বেশ কিছুক্ষণ পর মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
[সল্টলেক সেক্টর ফাইভ থেকে স্টেডিয়াম পর্যন্ত ছুটবে অত্যাধুনিক চালকহীন রেক]
ই এম বাইপাস লাগোয়া হাইল্যান্ড পার্ক শহরের অভিজাত এলাকা হিসেবে পরিচিত। বাড়ি প্রায় নেই বললেই চলে। বেশিরভাগই বহুতল আবাসন। বৃহস্পতিবার সকালে তেমনই একটি আবাসনে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে যখন কাজে যোগ দিতে যাচ্ছিলেন ওই আবাসনের নিরাপত্তারক্ষী উমেশ ঠাকুর, তখন দশতলার উপর থেকে একটি জং ধরা জলের পাইপ তাঁর মাথার উপরে ভেঙে পড়ে। ঘটনাস্থলে মারা যান তিনি। এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। উমেশ ঠাকুরের মৃতদেহ আটকে রেখে আবাসন চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের আত্মীয় ও অন্য নিরাপত্তারক্ষীরা। তাঁদের অভিযোগ, আবাসনটির রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হয় না। বুধবার রাতেও একটি চাঙড় ভেঙে পড়েছিল। রক্ষণাবেক্ষণে অভাবেই বৃহস্পতিবার সকালে দশতলা থেকে জং ধরা ওই জলের পাইপটি ভেঙে পড়েছে। যার ফলে বেঘোরে প্রাণ গেল নিরাপত্তারক্ষীর।
[১২ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের যুবনেতা]
হাইল্যান্ডের পার্কে ওই আবাসনে থাকেন অভিনেত্রী দোলন রায়। রক্ষণাবেক্ষণের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, ফ্ল্যাটের শৌচাগারে ঠিকমতো জল আসছিল না। তা নিয়ে আবাসন কর্তৃপক্ষের সঙ্গে তাঁর বচসা হয়েছিল। যদিও ওই আবাসনের বাসিন্দাদের একাংশই আবার নিরাপত্তারক্ষীর মৃত্যুকে নেহাতই দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন।
[ম্যাসাজ পার্লারের আড়ালে রমরমা মধুচক্র, পর্দাফাঁস লালবাজারের গোয়েন্দাদের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.