ফারুক আলম, বিধাননগর: বিধাননগর মহকুমা হাসপাতালে আগুন আতঙ্ক। আউটডোর বিল্ডিংয়ের বাইরে বসানো এসি মেশিন থেকে হঠাৎ করেই ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। যা নিয়ে হাসপাতালে রোগী এবং রোগীর আত্মীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আউটডোরে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়।
খবর পেয়েই হাসপাতালে ছুটে যায় দমকলের দুটো ইঞ্জিন। ছুটে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। যদিও বড়সড় কোনও বিপদ হয়নি। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অন্যান্যদিনের মতো বৃহস্পতিবার সকালেও হাসপাতালের আউটডোরে রোগী এবং রোগীর আত্মীয়দের ভিড় ছিল। সেই সময় এসি মেশিন থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ”বিধাননগর হাসপাতালে ওপিডির বাইরে বসানো এসি মেশিনে আগুন লেগেছিল। যদিও তা হাসপাতালে কর্তব্যরত কর্মীরাই নিভিয়ে দেন।” দমকলের আধিকারিক জানিয়েছেন, ”পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। আতঙ্কের কিছু নেই”। তবে কীভাবে ওই এসি মেশিনে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।
দমকলের অনুমান, কোনওভাবে তাপমাত্রার তারতম্য কিংবা অন্য কোনও কারণে এই ঘটনা হতে পারে। তা বিস্তারিত দেখা হচ্ছে। যদিও শর্ট সার্কিট থেকে এই আগুন নয় বলেই দাবি দমকলের।
বলে রাখা প্রয়োজন, অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালগুলির মধ্যে একটি বিধাননগর মহকুমা হাসপাতাল। বহু মানুষ আউটডোরে ডাক্তার দেখাতে আসেন। সেখানে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.