Advertisement
Advertisement
Bhabanipur Fire

ফের কলকাতায় অগ্নিকাণ্ড, এবার মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকায়, মাঝরাতেই খবর মমতার কাছে

প্রাথমিকভাবে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেছেন।

Fire broke out at Bhabanipur, CM informed midnight
Published by: Subhajit Mandal
  • Posted:June 26, 2025 8:59 am
  • Updated:June 26, 2025 9:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শহর কলকাতায় আগুন। এবার মধ্যরাতে মুখ্যমন্ত্রীর নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে। যদিও তাতে বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। সূত্রের খবর, গভীর রাতেই এই অগ্নিকাণ্ডের খবর পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে।

জানা গিয়েছে, বুধবার মধ্যরাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৭১ নম্বর ওয়ার্ডের বেণীনন্দন স্ট্রিটে পুলিশ হাসপাতালের কাছে একটি গাছে প্রথম আগুন লেগে যায়। সেখান থেকে আগুন ছড়ায় একটি বাড়িতে। খবর দেওয়া হয় দমকলে। তবে দমকল আসার আগেই স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। ওই এলাকায় বেশ কয়েকটি হোটেল রয়েছে। সেই হোটেলের কর্মীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। এর মধ্যেই ঘটনাস্থলে আসে ভবানীপুর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

ওই আগুনে বিশেষ ক্ষয়ক্ষতি না হলেও দমকলে দেরিতে আসা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন স্থানীয়রা। প্রাথমিকভাবে জানা গিয়েছে ইন্টারনেটের তার এবং কেবল লাইনের তার জড়িয়ে যাওয়ায় আগুনের ফুলকি তৈরি হয়। সেখান থেকেই আগুনটি লাগে। তবে বড় দুর্ঘটনা ঘটেনি। কিছু দিন আগে, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রেরই ৭৪ নম্বর ওয়ার্ডে আগুন লেগেছিল।

এই মুহূর্তে দিঘার জগন্নাথ ধামের রথযাত্রা উপলক্ষে দিঘায় মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, বুধবার রাতেই তাঁর কাছে অগ্নিকাণ্ডের খবর পৌঁছে যায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement