Advertisement
Advertisement
Firhad Hakim

একবালপুরে নিহত প্রতিবাদীর বাড়িতে ফিরহাদ, এখনও অধরা অভিযুক্তরা

মন্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

Firhad Hakim at the house of the protester killed in Ekbalpur
Published by: Suhrid Das
  • Posted:September 14, 2025 12:51 pm
  • Updated:September 14, 2025 12:51 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একবালপুরে বাড়ির সামনে প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় ‘খুন’ হতে হয়েছে প্রতিবাদী যুবককে। গত ৯ তারিখ রাতে ওই হামলার ঘটনা ঘটেছিল। আজ, রবিবার নিহত যুবক ধনরাজ প্রসাদের বাড়ি গেলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। বেশ কিছু সময় ফিরহাদ ওই বাড়িতে ছিলেন। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিও পরিবারের তরফে তোলা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, গত ৯ তারিখ রাত ১২টার পর একবালপুর লেনে অভিযুক্ত আমজাদ ও তাঁর চার সঙ্গী প্রকাশ্যে মদ্যপান করছিল বলে অভিযোগ। মদ্যপানের পাশাপাশি চলছিল অশ্রাব্য গালিগালাজ! একসময় আর থাকতে না পেরে এলাকারই যুবক ধনরাজ প্রসাদ বাড়ি থেকে বেরিয়ে সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন। তখন অভিযুক্তরা ওই যুবকের উপর চড়াও হয়! অভিযুক্ত আমজাদ একটি চপার দিয়ে ওই যুবককে একাধিক কোপ মারে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিলেন প্রতিবাদী। এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা।পরে রাতেই ৩৭ বছর বয়সী ধনরাজকে উদ্ধার করে স্থানীয়রা এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। কিন্তু বাড়ি আসার কিছু সময় পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিবারের সদস্যরা কালবিলম্ব না করে প্রগতি ময়দান থানা এলাকার একটি হাসপাতালে ধনরাজকে ভর্তি করান। শুক্রবার বিকাল সাড়ে চারটে নাগাদ ওই প্রতিবাদী মারা যান।

ওই ঘটনার পরই গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা। পুলিশ এখনও খুনে অভিযুক্ত আমজাদের কোনও সন্ধান পায়নি। পুলিশ তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে বলে খবর। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় রাস্তাতেই নিত্যদিন রাতে মদের আসর বসত। কেউ প্রতিবাদ করলে তাঁকে হুমকি দেওয়া, বাড়িতে চড়াও হওয়ার অভিযোগও উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রতিবাদী ধনরাজের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছিল পুলিশ। আজ, রবিবার মৃতদেহ বাড়িতে আনা হবে। স্থানীয়দের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হোক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ