Advertisement
Advertisement
Higher Secondary Exam

সোমে শুরু উচ্চমাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষা, প্রশ্নফাঁস রুখতে বিশেষ বার কোড

পরীক্ষা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

First semester of Higher Secondary to starts today
Published by: Sayani Sen
  • Posted:September 8, 2025 9:08 am
  • Updated:September 8, 2025 9:08 am  

স্টাফ রিপোর্টার: উচ্চমাধ্যমিকের প্রশ্নফাঁস করতে গেলেই প্রায় সঙ্গে সঙ্গে ধরে ফেলা হবে। প্রশ্নপত্রে থাকবে বার কোড। প্রতিটি প্রশ্নের জন্য আলাদা আলাদা বার কোড দেওয়া থাকবে। এই বার কোডের সাহায্যে কোন কেন্দ্র থেকে এবং সংশ্লিষ্ট পরীক্ষার্থী বা ব্যক্তিকে চিহ্নিত করা যাবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে।

Advertisement

এবছর ছাত্রছাত্রীদের সামনেই পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্রের সিল খোলা হবে। পরীক্ষা নির্বিঘ্নে করার যাবতীয় বন্দোবস্তর মধ্য দিয়ে সোমবার থেকে শুরু হচ্ছে নতুন পদ্ধতিতে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। চলবে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। তবে মিউজিক, ভিসুয়াল আর্টস ও ভোকেশনাল বিষয়ের পরীক্ষা শুরু হবে ১০টায়। শেষ হবে ১০টা বেজে ৪৫ মিনিটে। এবার ৬ লক্ষ ৬০ হাজার ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিক দিচ্ছে। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৯ হাজার।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আগেই জানিয়েছে, এবার থেকে তৃতীয় ও চতুর্থ সেমেস্টার নিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। প্রথম পর্যায় (তৃতীয় সেমেস্টার) এবং দ্বিতীয় পর্যায় (চতুর্থ সেমেস্টার) যা ২০২৬ সালের মার্চ মাসে পরীক্ষা নেওয়া হবে। দু’টি পর্যায়ের পরীক্ষার নম্বর যোগ করে উচ্চমাধ্যমিকে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। প্রথম পর্যায়ের পরীক্ষা হবে এমসিকিউ টাইপের ওএমআর সিটে। এবার উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর মধ্যে ৪৩.০৭ শতাংশ ছাত্র এবং ছাত্রী ৫৬.০৩ শতাংশ। এবার ছাত্রদের তুলনায় ৭৯ হাজার ৫৮২ জন বেশি ছাত্রী পরীক্ষা দিচ্ছে। এবারের প্রথম পর্যায়ের পরীক্ষায় মেন ভেন্যুর সংখ্যা ৮১৮। মোট ভেন্যুর সংখ্যা ২১০৬। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসিটিভি। ক্যালকুলেটর, মোবাইল-সহ কোনও বৈদ্যুতিন দ্রব্য নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না বলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement