Advertisement
Advertisement
Newtown

নিউটাউনে পথকুকুরদের খাবারে বিষ! গুরুতর অসুস্থ ৫

ক্ষোভে ফুঁসছেন পশুপ্রেমীরা।

Five stray dog attempt to murder in Newtown

ফাইল ছবি।

Published by: Sayani Sen
  • Posted:June 20, 2025 2:54 pm
  • Updated:June 20, 2025 2:54 pm  

দিশা ইসলাম, সল্টলেক: বাড়ির সামনে পথকুকুররা প্রাতঃকৃত সারে। আবার কেউ কেউ রাস্তায় তাকে খাবার খেতে দেন। তা নিয়ে বিব্রত এলাকাবাসী। নিত্যদিন অশান্তি লেগেই থাকত। আর এই পরিস্থিতিতেই খাবারে বিষ মিশিয়ে পথকুকুরদের খুনের চেষ্টার অভিযোগ। নিউটাউনের অ্যাকশন এরিয়া তিনের ইকোস্পেস সংলগ্ন আবাসন লাগোয়া এলাকায় ঘটনায়। ক্ষোভে ফুঁসছেন পশুপ্রেমীরা।

শুক্রবার সকালে দেখা যায় রাস্তার পাশে যন্ত্রণায় ছটফট করছে পাঁচটি কুকুর। স্থানীয় পশুপ্রেমীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। চিকিৎসকদের দাবি, সম্ভবত খাবারে বিষক্রিয়ার ফলে অসুস্থ হয়ে পড়েছে তারা। পথকুকুরদের শারীরিক অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। পশুপ্রেমীদের দাবি, সারমেয়দের নিয়ে যারা অসন্তুষ্ট তারা এই কাজ করেছে। কারণ, গত কয়েকদিন ধরে পথকুকুরদের উপর অত্যাচার চলছে বলেই দাবি তাঁদের।

টেকনো সিটি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তাদের কঠোর সাজার দাবিতে সরব হয়েছেন পশুপ্রেমীরা। রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ওই ফুটেজ দেখে অভিযুক্তদের দ্রুত চিহ্নিতকরণ সম্ভব বলেই দাবি স্থানীয়দের। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement