Advertisement
Advertisement
E-Adhar

আধার কার্ড-বায়োমেট্রিক সমস্যা থাকলেও মিলবে রেশন, কড়া নির্দেশ খাদ্যদপ্তরের

এই মুহূর্তে ৯৮ শতাংশ গ্রাহক বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন পান।

Food distribution department of West Bengal Govt orders not to stop ration even if there is problem in E-Adhar or ration card
Published by: Sucheta Sengupta
  • Posted:August 26, 2025 9:34 am
  • Updated:August 26, 2025 9:39 am  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রেশনে ই-কেওয়াইসি সমস‌্যার জেরে বায়োমেট্রিক নিয়ে বেশ কিছু ক্ষেত্রে অভিযোগ সামনে এসেছে। বহু ক্ষেত্রে আঙুলের ছাপ, চোখের মণির ছবি মিলছে না। তাতে বৈধ গ্রাহকদের অনেকেরই রেশন পেতে সমস্যা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। কিন্তু পরিস্থিতি খতিয়ে দেখে এ বিষয়ে মানবিক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। খাদ্যদপ্তরের স্পষ্ট নির্দেশ, এসব গ্রাহকদের কোনওভাবেই রেশন পাওয়া থেকে বঞ্চিত করা যাবে না। তবে সেক্ষেত্রে রেশন কার্ডের বৈধতা খতিয়ে দেখা হবে।

Advertisement

অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, আধার কার্ড না থাকাতেও বায়োমেট্রিক নিয়ে সমস‌্যায় পড়ছেন রেশন গ্রাহকরা। সেই অভিযোগ খাদ‌্যদপ্তরের কাছে পৌঁছেছে। তার জন‌্য রেশন দোকানে গিয়ে যাবতীয় অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত জেলাশাসককে। শুধু তাই নয়, অভিযোগ খতিয়ে দেখে ৩১ আগস্টের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। নির্দেশে জানানো হয়েছে, কোন কোন এলাকায় কতজন গ্রাহক আধার সমস‌্যার কারণে রেশন থেকে বঞ্চিত হচ্ছেন। এই ঘটনার সঙ্গে কোনও রেশনিং অফিসার বা রেশন ডিলার জড়িত থাকলে তার বিরুদ্ধে কোনও ব‌্যবস্থা নেওয়া হয়েছে কিনা, হলে কী ব‌্যবস্থা হয়েছে তারও বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।

খাদ‌্য দপ্তরের দাবি, এই মুহূর্তে ৯৮ শতাংশ গ্রাহক বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন পান। তারপরও বেশ কিছু ক্ষেত্রে আধার নিয়ে গোলযোগের অভিযোগ এসেছে। সাম্প্রতিক নির্দেশিকায় দপ্তর জানিয়েছে, অভিযোগ যত কমই থাকুক, কোনও গ্রাহক যাতে রেশন থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই হবে। রাজ্য সরকার সমস্ত রাজ্যবাসীর জন্য বিনামূল্যে রেশন দিয়ে থাকে। এই নাগরিক পরিষেবা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে বাড়তি দায়িত্ব নিতে হবে রেশন বণ্টন ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement