Advertisement
Advertisement

Breaking News

Kestopur

কেষ্টপুরের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে মৃত্যু সুভাষ সরকারের প্রাক্তন আপ্ত সহায়কের

তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল।

Former aide of BJP leader Subhas Sarkar died after fire broke out in Kestopur

ছবি: প্রতীকী

Published by: Suhrid Das
  • Posted:June 24, 2025 11:56 am
  • Updated:June 24, 2025 11:56 am  

বিধান নস্কর, বিধাননগর: বাড়িতে আগুন লেগে ঘুমের মধ্যেই দগ্ধ হয়ে মৃত্যু এক যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কলকাতার কেষ্টপুর এলাকায়। মৃতের নাম সব্যসাচী চক্রবর্তী। তিনি প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকারের প্রাক্তন আপ্ত সহায়ক ছিলেন বলে জানা গিয়েছে। কীভাবে ওই আগুন লাগল? তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল।

কেষ্টপুরের রবীন্দ্রপল্লির একটি বাড়িতে গতকাল গভীর রাতে ওই আগুন লাগে। বাড়ির একতলায় থাকতেন বছর চল্লিশের সব্যসাচী চক্রবর্তী। অন্যান্য দিনের মতো তিনি রাতে নিজের ঘরে ঘুমিয়েছিলেন। রাত সাড়ে তিনটে নাগাদ প্রতিবেশীরা দেখতে পান ওই বাড়িতে আগুন লেগেছে। খবর পাঠানো হয় পুলিশ ও দমকলে। দ্রুত দমকল ঘটনাস্থলে গিয়ে ওই আগুন নেভানোর কাজ শুরু করেন। বেশ কিছু সময় পরে ওই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ভিতরেই আটকে পড়েছিলেন সব্যসাচী। তাঁকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।

আগুনে ওই বাড়ির একতলার অনেকটা অংশই পুড়ে গিয়েছে। সব্যসাচী যে ঘরটিতে ছিলেন, সেটিও প্রায় সম্পূর্ণ পুড়ে গিয়েছে বলে খবর। কিন্তু কীভাবে ওই আগুন লাগল? নাশকতা নাকি অন্য কোনও বিষয়? সেই প্রশ্ন উঠেছে। বাগুইআঁটি থানার পুলিশ ও দমকলের তরফ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শটসার্কিট থেকে ওই আগুন লাগতে পারে। তবে ঘটনার সম্পূর্ণ তদন্তের পরই আসল কারণ জানা যাবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। মৃত যুবক বিজেপি নেতা সুভাষ সরকারের একসময়ের আপ্ত সহায়ক ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার কথা শুনে বিজেপি নেতা ভেঙে পড়েছেন। সব্যসাচী ভালো মানুষ ছিলেন। এই মৃত্যু মানা যায় না। সেই কথা জানিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ। ঘটনায় রবীন্দ্রপল্লি এলাকাতেও শোকের ছায়া।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement