Advertisement
Advertisement
T. S. Sivagnanam

মমতার প্রশংসায় পঞ্চমুখ হাই কোর্টের বিদায়ী প্রধান বিচারপতি

আগামী সোমবার অবসর নিচ্ছেন বিচারপতি শিবজ্ঞানম।

Former chief justice of Calcutta High Court T. S. Sivagnanam praises WB CM Mamata Banerjee
Published by: Sayani Sen
  • Posted:September 13, 2025 8:28 am
  • Updated:September 13, 2025 9:52 pm   

স্টাফ রিপোর্টার: মমতা বন্দ্যোপাধ্যায় কখনও বিচারবিভাগকে খালি হাতে ফেরাননি। কলকাতা হাই কোর্টের বিদায়ী প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম শেষবেলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে এমনই মন্তব্য করলেন। আগামী সোমবার অবসর নিচ্ছেন বিচারপতি শিবজ্ঞানম।

Advertisement

তার আগে শুক্রবার বিকেলে হাই কোর্ট লাগোয়া টাউন হলে রাজ্যের বিচারবিভাগীয় দপ্তর তাঁকে বিদায় সংবর্ধনা দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রীক প্রধান বিচারপতি-সহ অন্য বিচারপতিরা। ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী মানস ভূঁইয়া, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত-সহ বিভিন্ন আধিকারিক। অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, মমতা বন্দ্যোপাধ্যায় কখনও বিচার বিভাগকে খালি হাতে ফেরাননি। বিচারবিভাগ ও প্রশাসনের মধ্যে ভারসাম্য এবং পারস্পরিক বোঝাপড়ার উপরেও জোর দেন তিনি।

তবে এ দিন কিছুটা অভিমানের সুরও শোনা গিয়েছে বিদায়ী প্রধান বিচারপতির গলায়। তাঁর কথায়, “কেন আমাকে এখানে বদলি করা হয়েছিল, আজও জানি না। মনে হয়, বিচারপতি মাদুরেশ প্রসাদও (যিনিও এখানে বদলি হয়ে এসেছেন) জানেন না।” বিচারপতি শিবজ্ঞানম বলেন, “সম্প্রতি একজন বিচারপতি আমাকে জিজ্ঞাসা করছিলেন, কেন তাঁকে এখানে বদলি করা হয়েছে? আমি জবাব দিই, আমার অবসর নিতে আর দশ দিন বাকি, আমিও তো জানলাম না!” যদিও কলকাতায় এসে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন বলে জানিয়ে হাই কোর্টের বিদায়ী প্রধান বিচারপতির মন্তব্য, “যে কলেজিয়াম আমাদের বিচারপতি পদে বসায়, তারাই বদলি করে। আমার এ নিয়ে কোনও ক্ষোভ নেই।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ