Advertisement
Advertisement
Tushar Kanti Talukdar

প্রয়াত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তুষারকান্তি তালুকদার

৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Former Commissioner of Kolkata Police Tushar Kanti Talukdar passed away | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 9, 2024 3:52 pm
  • Updated:January 9, 2024 3:52 pm   

অভিরূপ দাস: প্রয়াত কলকাতা পুলিশের (Kolkata Police) প্রাক্তন কমিশনার তুষারকান্তি তালুকদার। ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, গত দুদিন ধরে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে ভর্তি ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা। মঙ্গলবার দুপুরে প্রয়াত হন তিনি। উল্লেখ্য, ১৯৯২ থেকে ১৯৯৬ সালে কলকাতা পুলিশের কমিশনার পদ সামলেছিলেন তুষারকান্তি।

Advertisement

আমরি হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন প্রাক্তন পুলিশ কমিশনার। গত ৭ জানুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রবল শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। দুদিন ধরে চিকিৎসা সত্ত্বেও প্রাক্তন কমিশনারের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। মঙ্গলবার সকাল থেকে তাঁর অবস্থা আরও খারাপ হতে থাকে।

[আরও পড়ুন: ‘দাদাগিরি করছে ভারত, তাই সম্পর্কে অবনতি’, মালদ্বীপ বিতর্কে খোঁচা চিনের]

কিডনির সমস্যার পাশাপাশি হু হু করে তুষারবাবুর (Tusharkanti Talukdar) রক্তচাপ কমতে থাকে। ক্রমে বিকল হতে থাকে হৃদযন্ত্র। শরীরে আরও নানা অসুবিধা থাকার কারণে চেষ্টা করেও অ্যাঞ্জিওপ্ল্যাস্টি করতে পারেননি চিকিৎসকরা। সকাল ১১টা ৫৩ মিনিট নাগাদ তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সেখান থেকে আর ফিরে আসতে পারেননি তিনি। দুপুর ১২টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার।

১৯৯৩ সালে তুষারকান্তি তালুকদার কমিশনার পদে থাকাকালীনই পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে, যুব কংগ্রেস রাইটার্স বিল্ডিং অভিযানে গুলি চালিয়ে মেরে ফেলা হয়েছে ১৩ জনকে। ওই অভিযানের নেত্রী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তুষারকান্তি পরে জানান, কার নির্দেশে গুলি চলেছে তাঁর জানা নেই।

[আরও পড়ুন: গোয়ায় ৪ বছরের ছেলেকে ‘খুন’ স্টার্টআপ CEO-র, দেহ ব্যাগে ভরে বেঙ্গালুরু পাড়ি মহিলার]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ