সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে ছুটে এলেন তাঁর বাবা। এই প্রথমবার প্রকাশ্যে দিলীপজায়া রিঙ্কু মজুমদারের প্রথম স্বামী। জানেন তিনি কে?
জানা গিয়েছে, রিঙ্কুদেবীর প্রথম স্বামী অর্থাৎ সৃঞ্জয়ের বাবার নাম রাজা দাশগুপ্ত। উত্তরপাড়া নবনগরের বাসিন্দা তিনি। একপর্যায়ে দাম্পত্যকলহ চরমে পৌঁছেছিল। তখনই ছেলেকে নিয়ে ঘর ছেড়েছিলেন রিঙ্কু। একাই বড় করেছেন ছেলেকে। মঙ্গলবার সকালে ছেলের মৃত্যুর খবর পাওয়ামাত্রই হাসপাতালে ছুটে আসেন রাজা। কান্নায় ভেঙে পড়েন তিনি।
প্রসঙ্গত, রিঙ্কুর ছেলের মৃত্যুতে ইতিমধ্যেই মাঝে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, সোমবার রাতে নাকি সাপুরজি আবাসনেই বন্ধুদের সঙ্গে পার্টি করেছিলেন ওই যুবক। গভীর রাতে বন্ধুরা তাঁর আবাসন থেকে যায় বলেই প্রতিবেশী ও পুলিশ সূত্রে খবর। তারপরই মঙ্গলবার সকালে উদ্ধার যুবকের দেহ। তবে কি ঘটনার সঙ্গে যোগ রয়েছে পার্টির? উত্তর খুঁজছে পুলিশ। এদিকে সৃঞ্জয়ের দেহের পাশ থেকে মিলেছে কিছু ওষুধ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওষুধের ওভারডোজেই নাকি মৃত্যু। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, নিয়মিত কী কোনও ওষুধ খেতেন সৃঞ্জয়? মদ্যপ থাকায় সোমবার রাতে ডোজ বেশি হয়ে এই বিপত্তি, নাকি আত্মহত্যা করেছেন তিনি? সেক্ষেত্রে কারণ কী? জানার চেষ্টায় পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.