প্রতীকী ছবি
অর্ণব আইচ: নামী হোমিওপ্যাথি ক্লিনিকের বিতাড়িত কর্মীই রাতারাতি ভুয়ো ডাক্তার! নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় ক্লিনিক খুলে রোগীদের প্রতারণা শুরু করে প্রদীপ পাল নামে ওই নিরাপত্তারক্ষী। দক্ষিণ কলকাতার ওই নামী হোমিওপ্যাথি ক্লিনিকের পক্ষ থেকে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। বেগতিক বুঝে ওই ব্যক্তি পালিয়ে যায় উত্তর ২৪ পরগনার বনগাঁয়। সেখানেও ক্লিনিক তৈরি করে হাতুড়ে ডাক্তারি শুরু করেন। বনগাঁ থেকেই প্রদীপকে গ্রেপ্তার করলেন লালবাজারের গোয়েন্দারা।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত প্রদীপ পাল ভবানীপুরের এলগিন রোডের উপর ওই নামী হোমিওপ্যাথি ক্লিনিকটির নিরাপত্তারক্ষী ছিলেন। সেই সুবাদে ওষুধ নিয়ে ঘাঁটাঘাটি করতেন প্রদীপ। ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে গোলমালের জেরে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয় তাঁকে। গত মাসের মাঝামাঝি কর্তৃপক্ষ জানতে পারে যে, দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর, নামখানা-সহ বিভিন্ন জায়গায় ক্লিনিকের শাখা খোলা হয়েছে বলে প্রচার করা হচ্ছে। কয়েকটি জায়গায় ক্লিনিক খুলে অভিযুক্ত নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাও করতে থাকেন। ওই ক্লিনিকের নাম দেখে রোগীদের ভিড়ও বাড়তে থাকে।
কিন্তু তাঁর ফাঁদে যাঁরা পা দেন, তাঁদের মধ্যে কয়েকজন ভবানীপুরের ক্লিনিকে খোঁজ খবর নিয়ে জানতে পারেন যে, ওই ক্লিনিক জাল ও চিকিৎসকও ভুয়া। এরপরই ক্লিনিকের পক্ষে ভবানীপুর থানায় এক ব্যক্তি ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। লালবাজারের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে। পুলিশের তল্লাশি শুরু হয়েছে দেখে ভুয়ো চিকিৎসক পালিয়ে যান বনগাঁয়। সেখানেও ক্লিনিক খুলে চিকিৎসা শুরু করে ওই ভুয়ো ডাক্তার। শেষে বনগাঁ থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.