Advertisement
Advertisement
Jadavpur University Student Death

‘আমার পূর্বজন্মের পাপ…’, যাদবপুরের ছাত্রীর মৃত্যুতে ইঙ্গিতপূর্ণ পোস্ট ‘বিশেষ বন্ধু’র

বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছের ঝিলপাড় থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় অনামিকা মণ্ডল নামে ওই ছাত্রী।

Friend makes emotional post after Jadavpur University Student Death
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 12, 2025 9:28 am
  • Updated:September 12, 2025 9:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাত্রীমৃত্যুকে (Student Death) কেন্দ্র করে ফের চর্চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিন্তু কীভাবে মৃত্যু? গভীর রাতে ঝিলপাড়ে কী করছিলেন তরুণী। এহেন একাধিক প্রশ্নের উত্তর এখনও অজানা। এরই মাঝে সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূ্র্ণ পোস্ট মৃতার ‘বিশেষ বন্ধু’ অত্রি ভট্টাচার্যের। মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করে তিনি লিখলেন, ‘আমার ভালবাসায় নিশ্চয়ই কোনও খামতি ছিল। আমার পূর্বজন্মের নিশ্চয়ই ছিল কোনও পাপ।’

Advertisement

বৃহস্পতিবার গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) চার নম্বর গেটের কাছের ঝিলপাড় থেকে অচৈতন্য অবস্থায় অনামিকা মণ্ডল নামে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। রাতেই দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। উঠে আসে বহু প্রশ্ন। কীভাবে মৃত্যু, সেটাই এখনও পুরোপুরি রহস্য। এরই মাঝে শুক্রবার ভোর ৫ টা নাগাদ সোশাল মিডিয়ায় অনামিকার সঙ্গে একটি ছবি পোস্ট করেন তাঁর ‘বিশেষ বন্ধু’ অত্রি ভট্টাচার্য। লেখেন, ‘আমার ভালবাসায় নিশ্চয়ই কোনও খামতি ছিল। আমার পূর্বজন্মের নিশ্চয়ই ছিল কোনও পাপ। তাই শুধু আমাকে না, সকলকে ছেড়ে চলে গেলি। আর কোনও কথা নেই। রাগ নেই। হেসেও উঠবি না আর। আমাকে এই নরক থেকে নিয়ে যেতে পারতিস মিষ্টু।’

জানা গিয়েছে, বর্তমানে হাসপাতালেই রয়েছেন অত্রি। একটি সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হলে তিনি জানান, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার অনামিকার সঙ্গে তাঁর কথা হয়নি। তিনি ঝিলপাড়ে গিয়েছিলেন কি না, বা কেন গিয়েছিলেন, তা তাঁর অজানা। তদন্তকারীরা জানিয়েছেন, মৃত্যু রহস্য ভেদে কথা বলা হবে অত্রির সঙ্গেও। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ