Advertisement
Advertisement
Newtown

খেলতে গিয়ে বিপত্তি! কেষ্টপুর খালে তলিয়ে মৃত্যু শিশুকন্যার, উদ্ধার ১

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Girl drowns in canal in Newtown, 1 rescued

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:October 8, 2025 2:42 pm
  • Updated:October 8, 2025 2:42 pm   

ফারুক আলম, বিধাননগর: কেষ্টপুর খালে স্নানে নেমে বিপত্তি! জলে খেলতে গিয়ে তলিয়ে মৃত্যু বছর পাঁচেকের শিশুকন্যার। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

বুধবার সকালে ঘটনাটি ঘটেছে নিউটাউন থানার অধীনে কেষ্টপুর বাগজোলা পাশখালে। মৃত শিশুকন্যার নাম ঋতু কানাই (৫)। হাসপাতালে চিকিৎসাধীন প্রিয়াংশু কুমার (১২)। তারা দু’জনেই চণ্ডীপুর এলাকার বাসিন্দা। এদিন সকালে ঋতু ও প্রিয়াংশু দু’জন খালে স্নান করতে নামে।

জলে নামার পরই তলিয়ে যেতে থাকে ঋতু ও প্রিয়াংশু। চিৎকার শুনে ছুটে যায় স্থানীয়রা। তারাই উদ্ধার করে প্রিয়াংশুকে।  কিন্তু তলিয়ে যায় ঋতুর। তল্লাশি চালাতে থাকেন স্থানীয়রাই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রায় ঘণ্টাখানেক পরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা  হয় ঋতুকে।  তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের দাবি, বারবার খালটিকে ঘিরে দেওয়ার কথা বলা  হলেও কেউ কান দিচ্ছে না।  প্রশাসন জানিয়ে, স্থানীয়দের বাংরবার সতর্ক করা হয়েছে খালে না নামার জন্য। কিন্তু কথা শোনে না কেউই। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ