গৌতম ব্রহ্ম: জননেত্রী থেকে বাংলার প্রশাসক – দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম তাঁর। বাংলার ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই লড়াইকে রাজনৈতিক দলমত নির্বিশেষে কুর্নিশ করেন সকলেই। এখনও বঙ্গবাসীর কাছে তিনি অভিভাবকসম। তাঁর মুকুটে বহু পালক জুড়েছে ইতিমধ্যে। এবার আরও এক স্বর্ণপালক প্রাপ্তি! বিশেষ এক সংস্থার তৈরি সোনার কলমে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। সেইসঙ্গে তাঁর দল তৃণমূল কংগ্রেসের লোগো। সোনার কলমে কালো কালি দিয়ে খোদাই করা বাংলার মুখ্যমন্ত্রীর মুখ একেবারে জ্বলজ্বল করছে। সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে কেনাকাটায় ব্যাপক ছাড় দিচ্ছে প্রস্তুতকারী সংস্থা। তাদের দাবি, সত্যিকারের বাঙালির কলমটি সংগ্রহে রাখতে আগ্রহী হবেন।
লেভারি নামে কলম প্রস্তুতকারক সংস্থা বরাবর বিশেষ ধরনের পেন তৈরি করে। প্রথমত তাদের তৈরি কলমের মূল উপাদান সোনা এবং অন্যান্য মূল্যবান রত্ন। দেশের নানা বিখ্যাত ব্যক্তিত্বের মুখ খোদাই করা থাকে সেসব কলমে। এবার সেই তালিকায় তাঁরা নিয়ে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সোনার কলমে খোদাই করা মমতার মুখ। প্রস্তুতকারী সংস্থার তরফে ফেসবুকে তা বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তাতে উল্লেখ, কলমের দাম ১৪৯৯ টাকা। কিন্তু বাংলার ‘দিদি’র জন্য ছাড় দেওয়া হচ্ছে। এখন মাত্র ৯৯৯টাকা খরচ করলেই আপনার সংগ্রহে চলে আসবে ওই দামি আর ঐতিহ্যের কলমটি। সত্যিকারের বাঙালির কাছে এই কলমের কদরই আলাদা, দাবি করছেন লেভারির কলম নির্মাতারা।
সংস্থার তরফে জানানো হয়েছে, মমতার মুখ খোদাই করা কলম আর মাত্র ৬টি রয়েছে তাদের ভাঁড়ারে। তাই কেনার হলে চটজলদি অনলাইনে বুক করে নিন। ৯৯৯ টাকা দামে কিনে ফেলুন বাংলার ‘দিদি’র মুখ খোদাই করা কলম। তবে একটা প্রশ্ন থাকছেই। এই যে মুখ্যমন্ত্রী আর তাঁর দলের লোগো খোদাই করা হল, তাতে কি তাদের অনুমতি নেওয়া হয়েছিল? ‘সংবাদ প্রতিদিন’-এর তরফে এই প্রশ্ন করা হয়েছিল, তবে উত্তর মেলেনি। তা নিয়ে বিতর্ক উঠতেই পারে। কিন্তু মমতার মুখখচিত স্বর্ণকলমের উজ্জ্বলতায় তা ম্লান হয়ে যেতে আর কতক্ষণ?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.