গড়িয়ার তৃণমূল কাউন্সিলরের কার্যালয়ে দুষ্কৃতী হামলা। ছবি: বিশ্বজিৎ নস্কর।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের কার্যালয়ে দুষ্কৃতী হামলা। ঘটনায় গুরুতর আহত তিনজন। বেশ কয়েকজন মহিলাকেও মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। আপাতত পার্টি অফিসে বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রাজপুর-সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের পুরপিতা পিন্টু দেবনাথের কার্যালয় গড়িয়া স্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডে। পুরপিতার সঙ্গে দেখা করতে এই অফিসে রোজই এলাকার বহু বাসিন্দা আসেন। নানা ধরনের সার্টিফিকেট নিতে বহু বাসিন্দারা আসেন। এদিনও কার্যালয়ে পুরুষ ও মহিলা মিলিয়ে অনেকেই এসেছিলেন। আচমকা কয়েকজন দুষ্কৃতী এসে বাঁশ-লাঠি নিয়ে এসে হামলা চালায়।
পার্টি অফিসের চেয়ার টেবিল ভেঙে দেওয়া হয়েছে। ঘটনার সময় কাউন্সিলর অফিসে ছিলেন না। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। পুরনো শত্রুতার জেরেই এই হামলা বলে জানা গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন বাপি হাজরা, প্রতাপ মিশ্র, বাপ্পা ও রাজকুমার। তাঁদের চিকিৎসা চলছে। অমিত হালদার, সিরাজ, আতাবুল, মিলন-রা মারধর করেছে বলে অভিযোগ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.