সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস কলকাতায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং ও রোশন গিরি। নিজাম প্যালেসে দীর্ঘক্ষণ কথা বলেন তাঁরা। কী আলোচনা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেই এই বৈঠক বলেই বিজেপি সূত্রে খবর।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে আলিপুরদুয়ারে শুভেন্দু অধিকারীর সভায় দেখা গিয়েছিল গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুংকে। তা নিয়ে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছিল। সেই সময় বিমল বলেছিলেন, “রাজনীতিতে সবই সম্ভব।” ছাব্বিশে বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে ফের বৈঠকে শুভেন্দু অধিকারী, বিমল গুরুং ও রোশন গিরি। বিজেপি সূত্রে খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়েই এদিনের বৈঠক। কাশির্য়াঙের বিজেপি বিধায়কের সঙ্গে দলের সম্পর্ক খুব একটা সমধুর নয়, তার মাঝে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, ২০১৭ সালে অশান্তির পর আচমকাই পাহাড় ছাড়েন বিমল গুরুং। ২০২০ সালের ৩১ অক্টোবর তারিখ অজ্ঞাতবাস ছেড়ে কলকাতায় উদয় হন বিমল গুরুং। সল্টলেকের গোর্খা ভবনে ঢুকতে বাধা পেয়ে এক পাঁচতারা হোটেল সাংবাদিক সম্মেলনে তৃণমূলের সঙ্গে জোটের বার্তা দিয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অকুণ্ঠ প্রশংসা করে একুশের ভোটে তাঁর হয়ে লড়াইয়ের কথা বলেছিলেন। কয়েকবছর পর ছবিটা দেখা যাচ্ছে অন্য। ছাব্বিশের বিধানসভার আগে শুভেন্দু-বিমল সঙ্গে সাক্ষাৎ যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.