Advertisement
Advertisement

Breaking News

তাপপ্রবাহে মৃত্যুতে মিলবে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য, ঘোষণা রাজ্যের

নতুন করে ১৪টি ঘটনাকে প্রাকৃতিক বিপর্যয় হিসাবে ঘোষণা করল নবান্ন।

Government will provide financial assistance of 2 lakh rupees in case of death due to heatwave

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 4, 2025 8:59 am
  • Updated:September 4, 2025 8:59 am  

স্টাফ রিপোর্টার: তাপপ্রবাহকে প্রাকৃতিক বিপর্যয়ের তালিকাভুক্ত করল রাজ্য সরকার। ফলে এবার থেকে রাজ্যে কারও হিটওয়েভ বা তাপপ্রবাহে মৃত্যু হলে রাজ্য সরকার তাঁর পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে দু’লক্ষ টাকা দেবে। সম্প্রতি ‘স্টেট এক্সিকিউটিভ কমিটি’র বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

Advertisement

গত কয়েক বছর ধরেই গরমকালে তাপপ্রবাহে অসুস্থ হয়ে একাধিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এরপরই এ নিয়ে বিশেষ চিন্তাভাবনা শুরু করে রাজ্য সরকার। আগস্ট মাসে এ নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেই বৈঠকেই তাপপ্রবাহে মৃত্যু হলে আর্থিক সাহায্য প্রদানের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয় বলে খবর। রাজ্য বিপর্যয় মোকাবিলা এবং সিভিল ডিফেন্স দপ্তর এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, হিট স্ট্রোক বা সান স্ট্রোকে রাজ্যে কারও মৃত্যু হলে মৃতের পরিবার দু’লক্ষ টাকা পাবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আর্থিক সাহায্য পাওয়ার ক্ষেত্রে ময়নাতদন্তের রিপোর্ট আবশ্যিক। তা যাচাই করার পরই মিলবে টাকা। উল্লেখ্য, এতদিন বজ্রাঘাতে, দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ড, নৌকোডুবি, গাছ পড়ে, বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যুর ক্ষেত্রে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিত রাজ্য। এবার থেকে হিট ওয়েভ, নদীভাঙন, ভারী বৃষ্টি, বন্য পশুর আক্রমণ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, জঙ্গলে আগুন, বিষাক্ত প্রাণীর কামড় বা পশুর আক্রমণে মৃত্যু-সহ ১৪টি ঘটনাকে প্রাকৃতিক বিপর্যয় হিসাবে ঘোষণা করল নবান্ন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement