অর্ণব আইচ: জার্মান জাহাজ কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধে ৪টি বাণিজ্যিক জাহাজ তৈরি করবে গার্ডেনরিচ জাহাজ নির্মাণ সংস্থা, আগেই এই চুক্তি হয়েছিল। এবার আরও চারটি মাল্টিপারপাস কমার্সিয়াল ভেসেল নির্মাণের বিষয়ে কথা পাকা হল।
দুই জার্মান সংস্থা কার্স্টেন রেডার শিফসম্যাকলার এবং রিডেরি জি এম বি এইচ অ্যান্ড কো কে জি-র সঙ্গে গত ২২ জুন ২০২৪-এ চুক্তি একটি সই করেছিল গার্ডেনরিচ জাহাজ নির্মাণ সংস্থা। ইন্দো-জার্মান যৌথ প্রকল্পে ইতিমধ্যে জাহাজ নির্মাণের কাজে শুরু হয়েছে। সেই কাজ চলার মাঝপথে আরও চারটি জাহাজ নির্মাণ ও রপ্তানির বরাত পেল গার্ডেনরিচ। অর্থাৎ মোট ৮টি জাহাজ তৈরির সঙ্গে যুক্ত হল গার্ডেনরিচ জাহাজ নির্মাণ সংস্থা।
সূত্রের খবর, কার্স্টেন রেডার শিফসম্যাকলার এবং রিডেরি জি এম বি এইচ অ্যান্ড কো কে জি-র সঙ্গে যে নতুন ৪টি জাহাজ তৈরি করবে গার্ডেনরিচ, সেগুলিও ‘মাল্টিপারপাস কমার্সিয়াল ভেসেল’ বা বহুমুখী কর্মক্ষম বাণিজ্যিক জাহাজ বলেই জানা গিয়েছে। অক্টোবর, ২০২৪ থেকে মার্চ, ২০২৫-এর মধ্যে ইন্দো-জার্মান জাহাজ নির্মাণ সংস্থার নতুন চুক্তি স্বাক্ষরিত হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.