কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল পার্থের জামিন মামলার শুনানি। (ফাইল ছবি)
গোবিন্দ রায়: ফের একবার কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা। ২০২২ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এরপর থেকে জেলবন্দিই রয়েছেন। সম্প্রতি জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ। আদালত সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির সিবিআই’য়ের একটি মামলায় জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন। আজ বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে জামিন মামলার শুনানি ছিল। কিন্তু তা এদিন পিছিয়ে যায়।
জামিন মামলার শুরুতেই সিবিআইয়ের তরফে ফের একবার সময় চেয়ে আবেদন জানানো হয়। আদালত তা মঞ্জুর করে। জানা যায়, মামলার শুনানিতে অতিরিক্ত সলিসিটার জেনারেল এদিন আদালতে উপস্থিত ছিলেন না। আর সেই কারণেই বিচারপতি শুভ্রা ঘোষের কাছে সময় চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর এই সংক্রান্ত মামলার শুনানি হবে। সেদিন মামলার শুনানি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর সবার।
বলে রাখা প্রয়োজন, নিয়োগ দুর্নীতি মামলায় তিন বছর কেটে গিয়েছে জেল বন্দি অবস্থায় রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ২০২২ সালের জুলাই মাসে দীর্ঘ তল্লাশি চালিয়ে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে ৫০ কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়। এরপরেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতাকে গ্রেফতার করা হয়। বিচারাধীন থাকা অবস্থায় একাধিকবার জামিন চেয়ে আদালতের দরজায় কড়া নেড়েছেন। কিন্তু বারবার জামিন না মঞ্জুর হয়। একাধিক কারণে বাতিল হয় জামিন। এমনকী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন ওঠে। যদিও গত বছর ডিসেম্বর মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় জামিন পান। সুপ্রিম কোর্ট প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মঞ্জুর করে। কিন্তু সিবিআই মামলায় জামিন মঞ্জুর না হওয়ার কারণে এখনও জেলেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.