Advertisement
Advertisement
SSC Exam

‘যোগ্য’-‘অযোগ্য’ বিতর্কের মাঝে রবিতে পরীক্ষায় ৩ লক্ষ, প্রশ্নফাঁস রুখতে বিশেষ ব্যবস্থা SSC’র

প্রায় ৯ বছর পর ফের রাজ্যে SSC পরীক্ষা।

Here are some important information about SSC Exam
Published by: Sayani Sen
  • Posted:September 6, 2025 12:48 pm
  • Updated:September 6, 2025 4:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ৯ বছর পর ফের রাজ্যে SSC পরীক্ষা (SSC Exam)। রবিবার নবম ও দশম শ্রেণির পরীক্ষা। ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। তার আগে প্রশ্নফাঁস রুখতে একগুচ্ছ পদক্ষেপ স্কুল সার্ভিস কমিশন। ঠিক কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, শনিবার সাংবাদিক বৈঠক করে সেকথা জানান এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।

Advertisement

পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময়:
১০টার সময় পরীক্ষাকেন্দ্রে উপস্থিতি বাধ্যতামূলক। অ্যাডমিট কার্ডে ১১টার মধ্যে উপস্থিতির কথা লেখা আছে। নিরাপত্তাজনিত নথি খতিয়ে দেখতে বাড়তি সময় প্রয়োজন, তাই সময় এগিয়েছে।
* পরীক্ষাকেন্দ্রে ঢোকার শেষ সময় ১১.৪৫। হলে ঢোকার ১২টায় পরীক্ষা শুরুর ঘণ্টা না পড়া পর্যন্ত।
* পরীক্ষা শুরু হবে বেলা ১২টায়। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে প্রশ্নপত্র পৌঁছবে পরীক্ষাকেন্দ্রে। ১১.৪৫ মিনিট নাগাদ প্রশ্নপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা। সঙ্গে দেওয়া হবে ওএমআর শিট।
* তবে প্রশ্নপুস্তিকা বেলা ১২টার আগে খুলতে পারবেন না কেউ।

মোট পরীক্ষার্থী – প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার।
নবম-দশমে পরীক্ষার্থী – ৩ লক্ষ ১৯ হাজার।
একাদশ-দ্বাদশে পরীক্ষার্থী – ২ লক্ষ ৪৬ হাজার।

পরীক্ষাকেন্দ্র: ৬৩৬ (৭ সেপ্টেম্বর)
                          ৪৭৮ (১৪ সেপ্টেম্বর)

পরীক্ষার্থীরা সঙ্গে নিতে পারবেন:
* অ্যাডমিট কার্ড ছাড়া প্রবেশ নিষিদ্ধ। অ্যাডমিট কার্ডে একটি বার কোড স্ক্যানার থাকবে, তা দেখে বোঝা যাবে আসল কিনা।
* অ্যাডমিট কার্ডে সমস্যা (ছবি, সই) থাকলে আসল পরিচয়পত্র এবং পরিচয়পত্রে স্বপ্রত্যয়িত জেরক্স কপি লাগবে। পরীক্ষা বাতিল করা হবে না।
* স্বচ্ছ পেন, স্বচ্ছ জলের বোতল, ঘড়ি, ফটো আইডি কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে।
* প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রয়েছে।

পরীক্ষাকেন্দ্রে সঙ্গে নেওয়া যাবে না:
* স্মার্টওয়াচ, মোবাইল নিতে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না।
* ইনভিজিলেটর, ভেন্যু ইনচার্জ, অবজার্ভাররা কেউ হলে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না।

প্রশ্নফাঁস রুখতে ব্যবস্থা:
* প্রশ্নপত্রের মধ্যে নানা নিরাপত্তাজনিত বন্দোবস্ত থাকবে। প্রশ্নপত্রে ছবি তোলার চেষ্টা কিংবা ফাঁসের চেষ্টা করলে কোন পরীক্ষার্থী করছেন, তা জানতে পারবে SSC।

আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
* অবজার্ভার, ভেন্যু ইনচার্জ সাধারণ প্রধান শিক্ষক বা শিক্ষিকারা হন। তবে তিনি চাইলে অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন।
* প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে অবজার্ভার নিয়োগ।
* বিশেষ ক্ষমতাসম্পন্নরা চাইলে স্ক্রাইবের বন্দোবস্ত রয়েছে। নবম-দশমের জন্য ন্যূনতম একাদশ শ্রেণি পাশ এবং একাদশ-দ্বাদশের জন্য ন্যূনতম স্নাতক হতে হবে স্ক্রাইবদের।
* পরীক্ষাকেন্দ্রে দামি কোনও বস্তু আনলে তা রাখার জন্য বিশেষ ব্যবস্থা। টোকেনের মাধ্যমে জমা রাখা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ