ধ্রুবজ্যোতি বন্দ্য়োপাধ্যায়: চাকরি বাতিল ইস্যুতে সোমবার সুর চড়িয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। অভিযোগ করেছিলেন, আগের ব্যাচ হওয়া সত্ত্বেও চলতি মাসে মাইনে পাননি তাঁর স্ত্রী কোয়েল মজুমদার। সেই নিয়েই এবার মুখ খুললেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। জানালেন, টেকনিক্যাল সমস্যার কারণেই বেতনে দেরি। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।
চাকরি বাতিল ইস্যুতে প্রায় ২০ দিন ধরে উত্তপ্ত গোটা বাংলা। পথে চাকরিহারাদের একাংশ। যোগ্য-অযোগ্যদের তালিকা নিয়ে এখনও জারি জটিলতা। এরই মাঝে সোমবার সুকান্ত মজুমদার দাবি করেন, পেশায় স্কুল শিক্ষিকা তাঁর স্ত্রী গতমাসে বেতন পাননি। তিনি বলেন, “কারা যোগ্য, কারা অযোগ্য রাজ্য সরকার ঠিক করতে পারছে না। আগে যারা চাকরি পেয়েছে তাদের বেতনও আটকে রেখেছে সরকার। আমার স্ত্রী বেতন পাননি।” মঙ্গলবার গোটা বিষয়টা খোলসা করলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। জানালেন, টেকনিক্যাল সমস্যার কারণে সুকান্ত মজুমদারের স্ত্রীর বেতন আটকেছে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। বললেন, “সুকান্তবাবুর স্ত্রী বলে স্যালারি বন্ধ, এটা হতে পারে না!”
প্রসঙ্গত, সুকান্তবাবুর স্ত্রী কোয়েল মজুমদার আদতে জলপাইগুড়ির বাসিন্দা। পড়াশোনা অঙ্ক নিয়ে। এমএসসি পাশ করেছেন তিনি। পেশায় স্কুল শিক্ষিকা তিনি। ২০১২ সালে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় সুকান্ত ও কোয়েলের। দম্পতির দুই কন্যা সন্তান আছে। বিয়ের সময় সুকান্ত মজুমদার পুরোদমে আরএসএস করতেন। বিজেপির সঙ্গে তাঁর কোনও যোগ ছিল না। পরবর্তীতে ২০১৯ সালে রাজনীতির ময়দানে নামেন সুকান্ত। পেশায় শিক্ষিকা স্ত্রী প্রথম থেকেই পাশে রয়েছেন সুকান্তর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.