Advertisement
Advertisement
HIDCO

বেতন বৃদ্ধির দাবিতে হিডকো ভবন ঘেরাও অস্থায়ী কর্মীদের! বন্ধ ইকো পার্ক

আন্দোলনকারীদের তরফ থেকে একটি ডেপুটেশন হিডকো ভবনে জমা দেওয়া হয়।

HIDCO temporary workers protest for salary hike

নিজস্ব ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:October 9, 2025 2:24 pm
  • Updated:October 9, 2025 2:24 pm   

ফারুক আলম ও বিধান নস্কর, বিধাননগর: বেতন বৃদ্ধির দাবিতে নিউটাউনের হিডকো ভবনের গেট আটকে বিক্ষোভ দেখানো হয় বৃহস্পতিবার সকাল থেকে। এই বিক্ষোভে যোগ দিয়েছেন নিউটাউনের বিভিন্ন জায়গায় হিডকোর সব অস্থায়ী কর্মীরা।

Advertisement

বেতন বৃদ্ধি, প্রতি মাসে পে স্লিপ, কর্মচারীদের জন্য বর্ষাকাল এবং শীতকালের বিশেষ পোশাক, মাসে চারটে ছুটির টাকা পাওয়া- সহ মোট ১১ দফা দাবি নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচী। নারাকেলবাগান সংলগ্ন হিডকো ভবন ঘেরাও করে সংস্থার অস্থায়ী কর্মচারীরা।

বৃহস্পতিবার দুপুরে হিডকো কর্তৃপক্ষ পরিচালিত বিভিন্ন দর্শনীয় স্থান-সহ অন্যান্য দপ্তরের অসংখ্য কর্মচারীরা ওই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন। আন্দোলনকারীদের তরফে আবুল হাসান জানিয়েছেন, বর্তমানে কর্মচারীরা যে বেতন পান তাতে সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে উঠেছে। তাই মূলত বেতন বৃদ্ধির দাবিতে এই প্রতিবাদ।

হিডকোর সকল স্টাফ বিক্ষোভে অংশ নেওয়ায় ইকোপার্ক থেকে শুরু করে, রবীন্দ্র তীর্থ, এয়ার ক্র্যাফট মিউজিয়াম, নজরুল তীর্থ, আরমান ভিলেজ, স্নেহদিয়া, স্বপ্নভোর, বিশ্ব বাংলা গেট, মাদার ওয়াক্স মিউজিয়াম-সহ হিডকোর বিভিন্ন সাইট বন্ধ হয়ে যায়।

কালো কাপড় বেঁধে ও কালো পতাকা নিয়ে হিডকোর গেট বন্ধ করে চলে আন্দোলন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন তাঁদের দাবী মানা না হলে অনির্দিষ্ট কালের জন্য সব বন্ধ করে দেওয়া হবে। বিক্ষোভ চলাকালীন হিডকো ভবনের ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এদিন শান্তিপূর্ণ বিক্ষোভ শেষে আন্দোলনকারীদের তরফ থেকে একটি প্রতিনিধি দল নিজেদের দাবি সম্পর্কে একটি ডেপুটেশন হিডকো ভবনে জমা দিয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ