Advertisement
Advertisement

Breaking News

Calcutta High Court

টিটাগড় বিস্ফোরণের তদন্তভার পাবে NIA? সিদ্ধান্ত কেন্দ্রের হাতেই ছাড়ল হাই কোর্ট

গত বুধবার এনআইএ তদন্তের আর্জিতে হাই কোর্টে দায়ের হয়েছিল মামলা।

High Court left it to Centre to order NIA probe on Titagarh Blast
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 3, 2025 4:51 pm
  • Updated:July 3, 2025 4:51 pm  

গোবিন্দ রায়: টিটাগড় বিস্ফোরণে এনআইএ তদন্তের আর্জিতে আগেই মামলা হয়েছিল হাই কোর্টে। বৃহস্পতিবারের শুনানিতে সিদ্ধান্ত কেন্দ্রের হাতেই ছাড়ল আদালত। জানানো হয়েছে, এনআইএ তদন্ত করবে কি না, তা ঠিক করবে কেন্দ্রই।

ঘটনার সূত্রপাত গত মে মাসের ১৯ তারিখ। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে টিটাগড়ের বাঁশবাগান এলাকা। একটি বহুতলে বিস্ফোরণের জেরে দেওয়াল ভেঙে পড়ে। পাশের টালির বাড়ির ছাদও উড়ে যায়। এরপরই স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে ফ্ল্যাটটি জবরদখল করে রাখার অভিযোগ ওঠে। তদন্তে নেমে পুলিশ কাউন্সিলর আরমান মণ্ডল ওরফে মহম্মদ রিয়াজউদ্দিন-সহ আরশাদ খান ও মহম্মদ শারুককে গ্রেপ্তার করে। ঘটনাপ্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং জানান, “শুধু বিস্ফোরণ বলে ঘটনাটিকে ছোট করলে হবে না। পাশেই ক্যান্টনমেন্ট এলাকা। সবটাকে এক জায়গায় নিয়ে এলে ঘটনার গুরুত্ব বোঝা যাবে। তাই পুলিশ তদন্ত করলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএকে দিয়ে এর তদন্ত করা উচিত।”

গত বুধবার এবিষয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সূর্যনীল দাস। এনআইএ তদন্তের আর্জি জানানো হয়। আজ, বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। সেখানেই এনআইএ তদন্তের নির্দেশের সিদ্ধান্তভার কেন্দ্রের উপর ছাড়ল হাই কোর্ট।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement