ফাইল ছবি
গোবিন্দ রায়: সিঙ্গুরের পহলামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ‘বোর্ড অফ ডিরেক্টরস’ নির্বাচনে স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। ফলে এখনই আর ‘বোর্ড অফ ডিরেক্টরস’ নির্বাচন করানো যাবে না। বৃহস্পতিবার মামলার শুনানি চলার সময় বিচারপতি রাজা বসুচৌধুরী প্রশ্ন তোলেন, কয়েক মাস আগেই ওই সমবায়ে নির্বাচন হয়েছে। ‘বোর্ড অফ ডিরেক্টরর্স নির্বাচনও হয়ে গিয়েছে। তাহলে আবার নতুন করে নির্বাচন করার প্রয়োজন কেন? প্রশ্ন তোলেন বিচারপতি।
এদিন বিচারপতি বলেন, “গত ১৪ ফেব্রুয়ারি ওই সমবায়ে ভোটগ্রহণ হয়। তার পর ১৩ মার্চ সমবায়ের ‘বোর্ড অফ ডিরেক্টরস’ নির্বাচন হয়। সমবায়ের চেয়ারম্যান এবং সচিবও নির্বাচিত হয়ে গিয়েছেন। তাহলে কেন আবার নতুন করে ‘বোর্ড অফ ডিরেক্টরস’ নির্বাচনের প্রয়োজন পড়ল?” যদিও সমবায় কমিশনের তরফে যুক্তি দেওয়া হয় আগের নির্বাচন প্রক্রিয়ায় বেশ কিছু ভুল রয়েছে, সেই কারণেই নতুন করে নির্বাচন করানো প্রয়োজন। যদিও কমিশনের সেই যুক্তি মানতে চাননি বিচারক।
জানা গিয়েছে, সমবায় নির্বাচন হওয়ার পর গত ৪ এপ্রিল নতুন করে ‘বোর্ড অফ ডিরেক্টরস’ ভোট নেওয়ার কথা জানায় সমবায় কমিশন। আগের প্রক্রিয়ায় বেশ কিছু ত্রুটি থাকায় ওই সিদ্ধান্ত বলে জানানো হয় কমিশনের তরফে। এরপরই কমিশনের এই সিদ্ধান্তের বিরোধীতা করে হাই কোর্টের দ্বারস্থ হন ওই সমবায়ের কয়েক জন সদস্য। সেই মামলাতেই এদিন স্থগিতাদেশ দিল হাইকোর্ট। গরমের ছুটির পর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.